Love Tips: প্রেমে আপনার স্টেটাস কী? কীভাবে সামলাচ্ছেন রিলেশনশিপ? তাতেই ঠিক হবে সম্পর্কের নাম
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Relationship: বর্তমানে বেশ প্রচলিত একটি শব্দ রয়েছে সিচুয়েশনশিপ। এই ধরনের সম্পর্কে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দায়হীনতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১.আপনারা নিজেদের সম্পর্ককে কখনও কোনও প্রেম বা ভালবাসার তকমা দেননি। দুজনই অন্য ব্যক্তির সঙ্গে সময় কাটাতে যান।২. সম্পর্ক ছোট হোক বা বড়, যুক্তিসংগত হোক বা অযৌক্তিক—সেখানে আমাদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সিচুয়েশনশিপের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার ফোন ধরবেন কি না বা মেসেজের রিপ্লাই দেবেন কি না, একবার দেখা হওয়ার পর পরে দেখা কখন হবে, এসব ক্ষেত্রে কোনো নিয়ম থাকে না। তাই সিচুয়েশনশিপে কেউ কোনো প্রত্যাশাও রাখে না।
advertisement
৩. নিয়মিত ও গভীর যোগাযোগ না থাকা। সিচুয়েশনশিপের ক্ষেত্রে যোগাযোগ কখনও নির্দিষ্ট কোনো নিয়ম মানে না। সপ্তাহে কেউ তিন-চারবার কথা বলতে পারেন। তেমনি কখনও মাসের পর মাস যোগাযোগ না-ও হতে পারে। একসঙ্গে একান্তে সময় কাটানোর পরও যোগাযোগে গভীরতা থাকে না।৪)চোখের আড়াল হলেই আর কোনও যোগাযোগ থাকে না যে সম্পর্কে সেটা সিচুয়েশনশিপ৷ তাই আপনি কোন ধরনের সম্পর্কে আছেন প্রথমে আপনাকে সেটা বুঝতে হবে।







