Love Story: নবদ্বীপের বর, ব্রাজিলের কনে! মহাপ্রভুর ভূমিতে বাঙালি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বিদেশিনী ম্যানুয়েলার, দেখুন অ্যালবাম

Last Updated:
Love Story: নবদ্বীপে ওই যুবকের বাড়িতেই সম্পূর্ণ বাঙালি মতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। পালন করা হল সমস্ত রীতি ও নিয়ম
1/6
ব্রাজিলের কোনে ও নবদ্বীপের বর! বাঙালি মতে শ্রীচৈতন্যের ভূমিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।
ব্রাজিলের কোনে ও নবদ্বীপের বর! বাঙালি মতে শ্রীচৈতন্যের ভূমিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।
advertisement
2/6
ব্রাজিলের এই বাসিন্দার সঙ্গে নবদ্বীপের যুবকের সোশ্যাল মাধ্যমে পরিচিতি ঘটে বেশ কয়েক বছর আগে। এর পরেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন।
ব্রাজিলের এই বাসিন্দার সঙ্গে নবদ্বীপের যুবকের সোশ্যাল মাধ্যমে পরিচিতি ঘটে বেশ কয়েক বছর আগে। এর পরেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন।
advertisement
3/6
আড়াই বছর আগে তারা সিদ্ধান্ত নেয় বিয়ের। দুই পরিবারের সঙ্গেও এই নিয়ে কথাবার্তা হয় বলে জানা যায়।
আড়াই বছর আগে তারা সিদ্ধান্ত নেয় বিয়ের। দুই পরিবারের সঙ্গেও এই নিয়ে কথাবার্তা হয় বলে জানা যায়।
advertisement
4/6
এর পরেই দিন কয়েক আগে ব্রাজিলের ওই যুবতী নবদ্বীপে সরাসরি চলে আসেন। এরপরেই বিয়ের তোরজোর শুরু হয়।
এর পরেই দিন কয়েক আগে ব্রাজিলের ওই যুবতী নবদ্বীপে সরাসরি চলে আসেন। এরপরেই বিয়ের তোরজোর শুরু হয়।
advertisement
5/6
নবদ্বীপে ওই যুবকের বাড়িতেই সম্পূর্ণ বাঙালি মতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। পালন করা হলো সমস্ত রীতি ও নিয়ম।
নবদ্বীপে ওই যুবকের বাড়িতেই সম্পূর্ণ বাঙালি মতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। পালন করা হলো সমস্ত রীতি ও নিয়ম।
advertisement
6/6
এদিন বিদেশী কনেকে দেখতে বিয়েবাড়িতে ভিড় করেন পরিবারের আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
এদিন বিদেশী কনেকে দেখতে বিয়েবাড়িতে ভিড় করেন পরিবারের আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
advertisement
advertisement
advertisement