Weight Loss: মশলাদার খাবার, ভাজাভুজি, মিষ্টি খেয়েও, কীভাবে ওজন কমবে? জানুন এই বিশেষ নিয়ম
- Published by:Pooja Basu
Last Updated:
কার ওজন কী ভাবে কম হবে, সেটা নির্ভর করে ব্যক্তিবিশেষের শারীরিক গড়নের উপরে।
*ওজন কম করার জন্য সবার আগে আমাদের মাথায় খাওয়া কমিয়ে দেওয়ার কথাটাই ভেসে ওঠে! সেই সঙ্গে একের পর এক মনে পড়ে যায় ওজন কম করা নিয়ে প্রচলিত বেশ কয়েকটি ধারণা, যেমন, মশলাদার খাবার খাওয়া যাবে না, ভাজাভুজি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না! কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাবে কম খেয়ে আর পছন্দের খাবার ছেঁটে ফেলে আখেরে লাভ কিছু হয় না, বরং শরীরকে ঠেলে দেওয়া হয় অপুষ্টির দিকে। সেই অপুষ্টির ধাক্কায় ওজন হয় তো কিছুটা কম হলেও হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গেই একাধিক রোগও বাসা বাঁধবে শরীরে।
advertisement
*আসলে কার ওজন কী ভাবে কম হবে, সেটা নির্ভর করে ব্যক্তিবিশেষের শারীরিক গড়নের উপরে। সেই সঙ্গে এক্ষেত্রে দেখা হয় সংশ্লিষ্ট ব্যক্তির এনার্জি লেভেল, ঘুমের ধরন, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্রের অন্তর, হরমোনের ক্ষরণ, বিশেষ কোনও বস্তুর প্রতি আসক্তির মতো অনেক কিছু। এই সব সূক্ষ্ম হিসেব কষে তার পর ডায়েট প্ল্যান ঠিক করেন বিশেষজ্ঞরা। কিন্তু একই সঙ্গে তাঁরা সবার ক্ষেত্রেই কাজে আসবে, এমন কয়েকটি অভ্যাসের কথাও বলছেন। যা নিয়মিত মেনে চললে ওজন নিয়ন্ত্রণে থাকবে বইকি!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement