Weekend Tour: এতবার বীরভূম গিয়েও এই জঙ্গল মিস করেছেন নিশ্চই? সপ্তাহান্তের সেরা ঠিকানা আপনার জন্য
- Reported by:Souvik Roy
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Tour: সবুজে ঘেরা গণপুর জঙ্গল হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন, তাহলে বীরভূম এলে এই সুযোগ হাতছাড়া করবেন না ভুল করেও।
advertisement
advertisement
*বীরভূমের রামপুরাহাট থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে গণপুরের জঙ্গল। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় মল্লারপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে গণপুর থেকে বাঁধের রাস্তা হয়ে জঙ্গলের সুন্দর দৃশ্যপটের মধ্য দিয়ে শিবপাহাড়ি মন্দির যাওয়া যায়। এখানেই রয়েছে কালাপাহাড়ের স্মৃতিবাহী শিব। যার নাম শ্রী শ্রী বাবা সিদ্ধনাথ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*শোনা যায় আজ থেকে প্রায় ৫০০ বছর পুরোনো শ্রী শ্রী বাবা সিদ্ধিনাথের মন্দির। মন্দিরের ভেতরে গেলে দেখা যাবে বিশাল বড় আকারের একটি শিব লিঙ্গ রয়েছে। প্রত্যেক দিন নিত্যপুজোর পাশাপাশি শিব রাত্রির দিন এবং শ্রাবণ মাসে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তাহলে নিরিবিলি পরিবেশ খুঁজতে চাইলে এখান থেকে একবার অবশ্যই ঘুরে যান। সংগৃহীত ছবি।









