Liver Care Tips: আপনার খাবারের থালায় লুকিয়ে আছে লিভারের এই 'খুনি'! ডায়েট থেকে এখনই ছেঁটে ফেলুন, না হলেই....
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Liver Care Tips: আপনার প্রতিদিনের খাবারের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপাদান, বিশেষত রেড মিট, যা ধীরে ধীরে লিভার নষ্ট করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখনই খাদ্যাভ্যাস বদল না করলে এর পরিণাম হতে পারে মৃত্যুও...
প্রতিদিন আপনি যা খাচ্ছেন, তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে এমন এক বিষ, যা ধীরে ধীরে আপনার লিভারকে ধ্বংস করে দিচ্ছে—আর আপনি জানতেও পারছেন না! চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে আমাদের দৈনন্দিন খাবারে এমন কিছু সাধারণ জিনিস রয়েছে, যেগুলো দেখতে সুস্বাদু হলেও ভিতরে ভিতরে লিভার নষ্ট করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই গবেষণায় এমন ৩০ জন প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা সিরোসিসে আক্রান্ত এবং সাধারণত ওয়েস্টার্ন ডায়েট গ্রহণ করেন। এই ডায়েটে থাকে অধিক মাত্রায় রেড মিট ও কম ফাইবার। তাদের তিন ধরনের বার্গার দেওয়া হয়—একটিতে ছিল গরু ও শুকরের মাংস, দ্বিতীয়টিতে ছিল ভেগান মিট সাবস্টিটিউট এবং তৃতীয়টি ছিল বিন-বেসড ভেজিটেরিয়ান বার্গার। প্রতিটি বার্গারে ছিল ২০ গ্রাম প্রোটিন।
advertisement
advertisement
অ্যামোনিয়া কেন ক্ষতিকর? যেসব রোগী লিভার সিরোসিসে আক্রান্ত, তাদের শরীর অ্যামোনিয়াকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে পারে না। তখন এই অ্যামোনিয়া রক্তে জমা হয়ে মস্তিষ্কে পৌঁছে যায় এবং সৃষ্টি করে হেপাটিক এনসেফালোপ্যাথি নামক গুরুতর অবস্থা। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিভ্রান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, কোমা এবং এমনকি মৃত্যু পর্যন্ত।
advertisement
advertisement
advertisement