Live In Relationship: সঙ্গীর সঙ্গে লিভ ইনের ভাবনা, সহবাসকে মোহময়ী করতে শুধু প্রেম নয় করতে হবে এগুলোও

Last Updated:
Live In Relationship: বিয়ের আগে লিভ ইন এ থাকতে গেলে মেনে চলুন এই কিছু টিপস! সংসার সুখের হবে, রইল বিশেষজ্ঞের টিপস
1/10
:বিয়ের আগে আপনি কি লিভ ইন এ থাকতে চাইছেন? তবে মেনে চলুন এই কয়েকটা টিপস নইলেই সম্পর্কের খেলা শেষ।বর্তমানে আমরা ২০২৪ এ দাঁড়িয়ে। তবুও লিভ ইন সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। বর্তমানে বিয়ের আগে অনেক ছেলে মেয়েরাই লিভ ইন সম্পর্কে থাকছেন।
:বিয়ের আগে আপনি কি লিভ ইন এ থাকতে চাইছেন? তবে মেনে চলুন এই কয়েকটা টিপস নইলেই সম্পর্কের খেলা শেষ।বর্তমানে আমরা ২০২৪ এ দাঁড়িয়ে। তবুও লিভ ইন সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। বর্তমানে বিয়ের আগে অনেক ছেলে মেয়েরাই লিভ ইন সম্পর্কে থাকছেন।
advertisement
2/10
অর্থাৎ বিয়ের আগে পুরুষ ও মহিলা একসঙ্গে বসবাস করতে চান।এই সময় তাঁরা পরস্পরের ভালোমন্দ বুঝে নেওয়ার চেষ্টা চালান। সবদিক ঠিক ঠাক ঠাকলে তবেই সম্পর্ক এগোয় বিয়ের পিঁড়ি পর্যন্ত। না হলে টাটা-বাই বাই!
অর্থাৎ বিয়ের আগে পুরুষ ও মহিলা একসঙ্গে বসবাস করতে চান।এই সময় তাঁরা পরস্পরের ভালোমন্দ বুঝে নেওয়ার চেষ্টা চালান। সবদিক ঠিক ঠাক ঠাকলে তবেই সম্পর্ক এগোয় বিয়ের পিঁড়ি পর্যন্ত। না হলে টাটা-বাই বাই!
advertisement
3/10
লিভ ইন করার মাধ্যমে অনেক প্রেমিক-প্রেমিকা নিজেদের বুঝে নিতে চান। বিয়ে করার পর তাঁদের কী কী সমস্যা দেখা দিতে পারে, সেটাও চোখের সামনে ফুটে ওঠে। নিজেদের শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। তাই একদিক থেকে দেখতে গেলে এটা ভবিষ্যতের জন্য মঙ্গলই।
লিভ ইন করার মাধ্যমে অনেক প্রেমিক-প্রেমিকা নিজেদের বুঝে নিতে চান। বিয়ে করার পর তাঁদের কী কী সমস্যা দেখা দিতে পারে, সেটাও চোখের সামনে ফুটে ওঠে। নিজেদের শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। তাই একদিক থেকে দেখতে গেলে এটা ভবিষ্যতের জন্য মঙ্গলই।
advertisement
4/10
তবে লিভ ইন করার সময়ে কয়েকটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। নইলে প্রেমের ১২টা বাজবে, ভাই আপনি যদি লিভ ইন এ থাকেন কি কি মেনে চলবেন জানেন? এ ব্যাপারে বিশিষ্ট মনোবিদ ডক্টর রঞ্জন দাস জানান,
তবে লিভ ইন করার সময়ে কয়েকটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। নইলে প্রেমের ১২টা বাজবে, ভাই আপনি যদি লিভ ইন এ থাকেন কি কি মেনে চলবেন জানেন? এ ব্যাপারে বিশিষ্ট মনোবিদ ডক্টর রঞ্জন দাস জানান,
advertisement
5/10
১. ঝগড়া করলেই প্রেমের বারোটা বেজে যাবে:একে অপরকে পরখ করার জন্য লিভ ইনে এসেছেন। এই সময় একবারেই ঝগড়া করা চলবে না। কারণ এখনই এত ঝামেলা করলে আগামীদিনে যে জটিলতা আরও কয়েকগুণ বাড়তে পারে, এটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। তখন সঙ্গী মন থেকে দূরে চলে যান। তাই ঝগড়ার বদলে প্রেমের নেশায় সঙ্গীকে মাতিয়ে রাখুন।
১. ঝগড়া করলেই প্রেমের বারোটা বেজে যাবে:একে অপরকে পরখ করার জন্য লিভ ইনে এসেছেন। এই সময় একবারেই ঝগড়া করা চলবে না। কারণ এখনই এত ঝামেলা করলে আগামীদিনে যে জটিলতা আরও কয়েকগুণ বাড়তে পারে, এটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। তখন সঙ্গী মন থেকে দূরে চলে যান। তাই ঝগড়ার বদলে প্রেমের নেশায় সঙ্গীকে মাতিয়ে রাখুন।
advertisement
6/10
২)​একসঙ্গে থাকতে গেলে নিজেদের কাজ বুঝে নিন​:একে অপরের কাজ ঠিক করে নিতে হবে। ঘরের সব কাজের দায়িত্ব একার উপর রাখলে সমস্যা কয়েকগুণ বাড়তে পারে পরে। তাই পরস্পরের মধ্যে কাজ ভাগ করে নিন। একজন রান্না করলে, অপরজন ঘরের অন্য কাজ করুন। দুইজনকেই কিছু না কিছু দায়িত্ব নিতে হবে।
২)​একসঙ্গে থাকতে গেলে নিজেদের কাজ বুঝে নিন​:একে অপরের কাজ ঠিক করে নিতে হবে। ঘরের সব কাজের দায়িত্ব একার উপর রাখলে সমস্যা কয়েকগুণ বাড়তে পারে পরে। তাই পরস্পরের মধ্যে কাজ ভাগ করে নিন। একজন রান্না করলে, অপরজন ঘরের অন্য কাজ করুন। দুইজনকেই কিছু না কিছু দায়িত্ব নিতে হবে।
advertisement
7/10
৩. প্ল্যান করুন​:সারাজীবন কেউ লিভ ইনে থাকতে পারে না। তাই লিভ ইনে থাকতে থাকতে বিয়ের পরিকল্পনা সেরে ফেলুন। কোন সালে বিয়ে করবেন ? কী রান্না হবে, কাদের নিমন্ত্রণ করবেন- সব ব্যপারে একে অপরের সঙ্গে আলোচনা করুন।
৩. প্ল্যান করুন​:সারাজীবন কেউ লিভ ইনে থাকতে পারে না। তাই লিভ ইনে থাকতে থাকতে বিয়ের পরিকল্পনা সেরে ফেলুন। কোন সালে বিয়ে করবেন ? কী রান্না হবে, কাদের নিমন্ত্রণ করবেন- সব ব্যপারে একে অপরের সঙ্গে আলোচনা করুন।
advertisement
8/10
​৪. সঙ্গীর ভুল ধরিয়ে দিতে হবে​:সঙ্গীর সব দোষ-ত্রুটি মেনে নেওয়ার ভুলটা লিভ ইনে করবেন না। বরং একে অপরের ভুল ধরিয়ে দিন। পারফেক্ট বলে পৃথিবীতে কিছু নেই। সকলেরই কিছু ভুলভ্রান্তি রয়েছে। তাই চেষ্টা করুন ভুল থেকে শিক্ষা নেওয়ার।
​৪. সঙ্গীর ভুল ধরিয়ে দিতে হবে​:সঙ্গীর সব দোষ-ত্রুটি মেনে নেওয়ার ভুলটা লিভ ইনে করবেন না। বরং একে অপরের ভুল ধরিয়ে দিন। পারফেক্ট বলে পৃথিবীতে কিছু নেই। সকলেরই কিছু ভুলভ্রান্তি রয়েছে। তাই চেষ্টা করুন ভুল থেকে শিক্ষা নেওয়ার।
advertisement
9/10
​৫. হিসেব কষে ফেলুন​: একসঙ্গে থাকব বললেই তো আর হল না। বরং একসঙ্গে থাকার জন্য খরচের দিকটাতেও খেয়াল রাখতে হবে। থাকার খরচ, খাওয়ার খরচ রয়েছে। এছাড়াও বিভিন্ন খাতে খরচ বাড়বে। তাই চেষ্টা করুন হিসাবের অঙ্ক কষে নিতে।
​৫. হিসেব কষে ফেলুন​: একসঙ্গে থাকব বললেই তো আর হল না। বরং একসঙ্গে থাকার জন্য খরচের দিকটাতেও খেয়াল রাখতে হবে। থাকার খরচ, খাওয়ার খরচ রয়েছে। এছাড়াও বিভিন্ন খাতে খরচ বাড়বে। তাই চেষ্টা করুন হিসাবের অঙ্ক কষে নিতে।
advertisement
10/10
এই কিছু কিছু টিপসগুলো লিভ ইন এ যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন। Input- Piya Gupta
এই কিছু কিছু টিপসগুলো লিভ ইন এ যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন। Input- Piya Gupta
advertisement
advertisement
advertisement