Lifestyle tips : স্ট্র দিয়ে জুস থেকে জল পান করার অভ্যেস? বড় কোনও ক্ষতি হয়ে যাচ্ছে না তো?

Last Updated:
Lifestyle tips - দোকানে বা রেস্তোরাঁয় কোনও পানীয়ের সঙ্গেই স্ট্র দেওয়া হয়। বাচ্চারাও স্ট্র জিনিসটা বেশ পছন্দ করে ।
1/5
দোকানে বা রেস্তোরাঁয় কোনও পানীয়ের সঙ্গেই স্ট্র দেওয়া হয়। বাচ্চারাও স্ট্র জিনিসটা বেশ পছন্দ করে । আবার বেশ কিছু রেস্তোঁরায় সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন রকমের স্ট্র দেওয়া হয়। এতে ধীরে ধীরে কোল্ড কফি বা জুসের স্বাদ উপভোগ করতে করতেও পান করা  কিন্তু এই স্ট্র কি স্বাস্থ্যকর?নাকি বড় বিপদ বাসা বাঁধার আশঙ্কা থাকে? স্ট্র ব্যবহার করলে ভয়ানক কিছু রোগ বাসা বাঁধতে পারে শরীরে। জেনে নেওয়া যাক  স্ট্র কী কী ভাবে ক্ষতি করতে পারে-
দোকানে বা রেস্তোরাঁয় কোনও পানীয়ের সঙ্গেই স্ট্র দেওয়া হয়। বাচ্চারাও স্ট্র জিনিসটা বেশ পছন্দ করে । আবার বেশ কিছু রেস্তোঁরায় সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন রকমের স্ট্র দেওয়া হয়। এতে ধীরে ধীরে কোল্ড কফি বা জুসের স্বাদ উপভোগ করতে করতেও পান করা কিন্তু এই স্ট্র কি স্বাস্থ্যকর?নাকি বড় বিপদ বাসা বাঁধার আশঙ্কা থাকে? স্ট্র ব্যবহার করলে ভয়ানক কিছু রোগ বাসা বাঁধতে পারে শরীরে। জেনে নেওয়া যাক স্ট্র কী কী ভাবে ক্ষতি করতে পারে-
advertisement
2/5
স্ট্র দিয়ে পান করার সময়ে শুধু পানীয়ই নয়। পেটে অতিরিক্ত হাওয়াও যায়। যার ফলে গ্যাসের সমস্যা হতে থাকে। আর একবার গ্যাসের সমস্যায় পড়লে, শরীরে অন্যান্য রোগও বাসা বাঁধতে থাকে। এমনকী হৃদযন্ত্রেও এর প্রভাব পড়়ে।
স্ট্র দিয়ে পান করার সময়ে শুধু পানীয়ই নয়। পেটে অতিরিক্ত হাওয়াও যায়। যার ফলে গ্যাসের সমস্যা হতে থাকে। আর একবার গ্যাসের সমস্যায় পড়লে, শরীরে অন্যান্য রোগও বাসা বাঁধতে থাকে। এমনকী হৃদযন্ত্রেও এর প্রভাব পড়়ে।
advertisement
3/5
স্ট্র ব্যবহার করলে মুখে তাড়াতাড়ি বলিরেখা তৈরি হয়। স্ট্র দিয়ে পানীয় পান করার সময়ে পেশীতে চাপ পড়ে। নিয়মিত তাই এই অভ্যেস রাখলে মুখেও তার ছাপ পড়ে। এমনকী বলিরেখা পর্যন্ত দেখা দিতে পারে।
স্ট্র ব্যবহার করলে মুখে তাড়াতাড়ি বলিরেখা তৈরি হয়। স্ট্র দিয়ে পানীয় পান করার সময়ে পেশীতে চাপ পড়ে। নিয়মিত তাই এই অভ্যেস রাখলে মুখেও তার ছাপ পড়ে। এমনকী বলিরেখা পর্যন্ত দেখা দিতে পারে।
advertisement
4/5
স্ট্রয়ের মধ্যে পেট্রোলিয়াম জাতীয় পলিথিন থাকে। এই উপাদান শরীরে মেদ জমতে দেয়। ফলে মোটা হওয়ার প্রবণতা থাকে।
স্ট্রয়ের মধ্যে পেট্রোলিয়াম জাতীয় পলিথিন থাকে। এই উপাদান শরীরে মেদ জমতে দেয়। ফলে মোটা হওয়ার প্রবণতা থাকে।
advertisement
5/5
চুমুক দিয়ে জল খাওয়ার সময়ে খেলে দাঁত ও মুখের মধ্যের ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায়। স্ট্র দিয়ে জল বা পানীয় খেলে তা হয় না। বরং নিয়মিত স্ট্র দিয়ে নরম পানীয় পান করলে মুখের কোনও নির্দিষ্ট একটা জায়গায় চিনি জমতে থাকে। যার ফলে ক্যাভিটি পর্যন্ত হতে পারে।
চুমুক দিয়ে জল খাওয়ার সময়ে খেলে দাঁত ও মুখের মধ্যের ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায়। স্ট্র দিয়ে জল বা পানীয় খেলে তা হয় না। বরং নিয়মিত স্ট্র দিয়ে নরম পানীয় পান করলে মুখের কোনও নির্দিষ্ট একটা জায়গায় চিনি জমতে থাকে। যার ফলে ক্যাভিটি পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
advertisement