Health Tips: গুণে ঠাসা লিচু, কিন্তু ‘জাত’ লিচু চিনবেন কী করে, রইল সহজ টিপস
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Lifestyle Tips :জেনে নিলে দোকানদার ঠকাতে পারবে না কোনও ভাবেই, কী ভাবে চিনবেন কোনটা মিষ্টি লিচু?
advertisement
আইসক্রিম, জুস, মোজিটো, জ্যাম ইত্যাদির মতো অনেক উপায়ে এটি ব্যবহার করা যায়। তবে অনেকসময়েই দেখা যায় যে, পাকা বা মিষ্টি লিচু সনাক্ত করা খুবই কঠিন। দোকানদারদের প্রতিশ্রুতি মতো মিষ্টি লিচু কিনে এনে টক লিচু খেতে হয়েছে এমন ঘটনা প্রায়ই শোনা যায়। এছাড়াও কাঁচা লিচু স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে আজ আমরা জেনে নিই কীভাবে মিষ্টি ও ভাল লিচু চেনা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
সুগন্ধএই ফলটি পাকলে মিষ্টি গন্ধ হয়। কিন্তু পাকা না হলে টক গন্ধ হবে। এই বিষয়গুলো মাথায় রাখলেই আমরা ভাল লিচু কিনতে পারব এবং এর স্বাদ উপভোগ করতে পারব। তবে বর্তমানে কাঁচা লিচু গাছ থেকে তোলার পরে পাকানো হয়, এতে রাসায়নিক দিয়ে ফলটি পাকানো হয়, তাই এটি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই সবসময় গাছ-পাকা লিচুই খাওয়া উচিত।