Lifestyle: পার্টনারের শরীরের কী পায়ের পাতাই সবচেয়ে পছন্দ, যৌনমিলনে সেটা আবার বাধাও!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lifestyle: আমার বয়ফ্রেন্ডের (Boy friend) (Lifestyle Tips) পছন্দের যৌনক্রীড়া (Sex life) হল আমার পায়ের আঙুল ছুঁয়ে খেলা৷ আমার পায়ের আঙুল চাটেন, চুমু খান৷
#কলকাতা: আমার বয়ফ্রেন্ডের (Boy friend) (Lifestyle Tips) পছন্দের যৌনক্রীড়া (Sex life) হল আমার পায়ের আঙুল ছুঁয়ে খেলা৷ আমার পায়ের আঙুল চাটেন, চুমু খান৷ আর যদি ভাবেন এটা দু -পাঁচ মিনিটের জন্য এই কাজ করেন তাহলে ভুল এটা তিনি ঘণ্টার পর ঘণ্টা করতে পারেন৷ এটার সময় মনে হয় তিনি যৌন মিলনের (Physical Relationship) আগ্রহে অধীর৷ Photo- Represetative
advertisement
advertisement
এর আগে যতজনের সঙ্গে শারীরিক (Physical Relationship) সঙ্গমের (Lifestyle Tips) ঘটনা ঘটেছে তাতে কখনও এই ধরণের অভিজ্ঞতা হয়নি৷ আমার এটা আমার যে খারাপ লাগে তা নয়৷ নতুন প্রেমে এটা একটা ভালোই অভিজ্ঞতা যৌন ইচ্ছাও ভালোই জেগে ওঠে৷ কিন্তু এটা এবার আমায় যন্ত্রণা দিচ্ছে৷ এটা খুব লম্বা সময় ধরে চলছে৷ আমার যৌন উত্তেজনা জাগরিত হওয়ার পরেও আমার বয়ফ্রেন্ডের কিছু করার ইচ্ছা হয় না৷ আমার শরীরের কোনও অংশ ওঁকে আকর্ষণ করে না৷ Photo- Represetative
advertisement
advertisement
advertisement
advertisement