Jamai Sasthi 2024: এ বছর কত তারিখে পড়েছে জামাইষষ্ঠী? হাতে সময়ই বা ক'দিন? শাশুড়ি মায়েরা শিগগির জেনে ফেলুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Jamai Sasthi 2024: শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর আগামী ১২ জুন ২০২৪ বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে ২৯ জৈষ্ঠ্য ১৪৩১।
advertisement
advertisement
advertisement
advertisement
কাঁঠালপাতার উপর বিছিয়ে রাখা ৫ রকম ফল, পান সুপুরি, ধান দূর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্যষষ্ঠীর ডালা৷ মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেলহলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা৷ তাঁর মঙ্গলকামনায় তেলহলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দূর্বাঘাসের বাতাস করা হয়৷
advertisement