‘‘আমার স্ত্রী একটু মোটা, আমাদের যৌন মিলন দীর্ঘস্থায়ী হচ্ছে না ’’- কী করব ?
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কী বলছেন বিশেষজ্ঞ
দেখুন আপনার সমস্যাটা আগে সমাধান করা প্রয়োজন ৷ বিষয়টা যেহেতু খুব একটা পুরনো নয় ফলে আপনি হয়ত এখনও বিষয়টিতে অভ্যস্ত হতে পারেননি ৷ তারওপর আপনার মাথায় হয়ত সবসময় কাজ করছে আপনি এবার লম্বা ইনিংস ব্যাট করতে পারবেন তো ৷ আর এই পারফরম্যান্স দেওয়ার চাপে আপনার যৌন ক্ষমতায় প্রভাবিত হচ্ছে ৷ Representive Photo
ফলে নিজের মানসিক চাপটা প্রথমে সরিয়ে ব্যাট করতে নামুন ৷ পাশাপাশি যেহেতু বলেছেন আপনার স্ত্রী বিছানায় নড়াচড়া বিশেষ করেন না মানে করতে পারেন না সেটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় ৷ এটা তাঁর অসুস্থতা বাড়িয়ে দেবে ৷ ফলে তাঁকেও বুঝিয়ে বলুন ওজন কমানোর বিষয়টি ৷ নিশ্চয় চিকিৎসকের পরামর্শ মেনে চললে অতিরিক্ত ওজন ঝরানো সম্ভব ৷ Representive Photo