Toilet Hygiene: পুরুষদের কিছু ভুলে মহিলার মধ্যে বেড়ে যায় সংক্রমণের ঝুঁকি, জানুন কমোড ব্যবহারের নিরাপদ উপায়

Last Updated:
আমরা কমবেশি সকলেই বাড়িতে ইংরেজি কমোড ব্যবহার করে থাকি। কিন্তু, এই কমোডের সঠিক ব্যবহার অনেকেই জানে না।
1/8
বসার পদ্ধতি ভুল ইংলিশ টয়লেট আজকাল সর্বত্র পাওয়া যায়। অনেক মানুষ এই টয়লেটে ৯০ ডিগ্রি কোণে বসেন, অর্থাৎ কোমর সোজা থাকে এবং শরীরের পিছন দিক কিছুটা হেলে থাকে। এটি খুব বিপজ্জনক কারণ এতে অন্ত্রের পথ বন্ধ হয়ে যায় এবং মলত্যাগে চাপ পড়ে। আবার কিছু মানুষ ইংলিশ টয়লেটে কোমর ঝুঁকিয়ে বসেন, এটি আরও ভুল। এতে মল অন্ত্রে আটকে থাকে এবং পেট পরিষ্কার হয় না।
আমরা কমবেশি সকলেই বাড়িতে ইংরেজি কমোড ব্যবহার করে থাকি। কিন্তু, এই কমোডের সঠিক ব্যবহার অনেকেই জানে না। (প্রতীকী ছবি)
advertisement
2/8
 কমোড ব্যবহার না জানলে অসুবিধার মুখে পড়তে হয়। জেনে নেওয়া যাক, কীভাবে ইংলিশ টয়লেট ব্যবহার করবেন। (প্রতীকী ছবি)
কমোড ব্যবহার না জানলে অসুবিধার মুখে পড়তে হয়। জেনে নেওয়া যাক, কীভাবে ইংলিশ টয়লেট ব্যবহার করবেন। (প্রতীকী ছবি)
advertisement
3/8
 কমোডের রিং কভার নামিয়ে চেয়ারের মতন কমোডে বসুন। কমোডের উপর উঠে বসবেন না। (প্রতীকী ছবি)
কমোডের রিং কভার নামিয়ে চেয়ারের মতন কমোডে বসুন। কমোডের উপর উঠে বসবেন না। (প্রতীকী ছবি)
advertisement
4/8
 পুরুষরা প্রস্রাব করার সময় রিং ব্যবহার করবেন না। এতে অন্যান্যদের অসুবিধা হতে পারে। (প্রতীকী ছবি)
পুরুষরা প্রস্রাব করার সময় রিং ব্যবহার করবেন না। এতে অন্যান্যদের অসুবিধা হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
5/8
 অনেক মহিলাই প্রস্রাবের সময় কমোড ব্যবহার করেন না। তা একদমই ঠিক নয়। কমোড ব্যবহার করলে ইউটিআই-এর ঝুঁকি কমে। (প্রতীকী ছবি)
অনেক মহিলাই প্রস্রাবের সময় কমোড ব্যবহার করেন না। তা একদমই ঠিক নয়। কমোড ব্যবহার করলে ইউটিআই-এর ঝুঁকি কমে। (প্রতীকী ছবি)
advertisement
6/8
 কমোড ব্যবহারের আগে হ্যান্ড শাওয়ার দিয়ে ঢাকনা পরিষ্কার করে নিতে পারেন। এরফলে, অনেকটাই সংক্রমণের ঝুঁকি কমবে। (প্রতীকী ছবি)
কমোড ব্যবহারের আগে হ্যান্ড শাওয়ার দিয়ে ঢাকনা পরিষ্কার করে নিতে পারেন। এরফলে, অনেকটাই সংক্রমণের ঝুঁকি কমবে। (প্রতীকী ছবি)
advertisement
7/8
 কমোড ব্যবহারের পর সিট রিং কভার উঠিয়ে রাখতে ভুলবেন না। ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে তা মুছে নিন। (প্রতীকী ছবি)
কমোড ব্যবহারের পর সিট রিং কভার উঠিয়ে রাখতে ভুলবেন না। ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে তা মুছে নিন। (প্রতীকী ছবি)
advertisement
8/8
 অনেকেই জানেন না, কমোডে ফ্লাশ করার আগে ঢাকনা বন্ধ করা প্রয়োজন। নইলে কমোড থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। (প্রতীকী ছবি)
অনেকেই জানেন না, কমোডে ফ্লাশ করার আগে ঢাকনা বন্ধ করা প্রয়োজন। নইলে কমোড থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement