1/ 4


এবারের ল্যাকমে ফ্যাশন উইকে লঞ্চ হচ্ছে জেন নেক্সট অন দ্য রোডের দ্বিতীয় এডিশন ৷ মূলত, এই উদ্যোগ ফ্যাশন জগতে আসা একেবারে নতুন ফ্যাশন ডিজাইনারদের উৎসাহ দিতেই ৷ নতুন ডিজাইনারের হাত ধরেই ল্যাকমে ফ্যাশন উইকে প্রকাশ্যে আসছে নতুন ডিজাইনারদের পোশাক ৷
2/ 4


জেনস নেক্সট অন রোডে এবার উঠে আসবে ডিজাইনার অম্রপালি সিং, মধুমিতা নাথ, সুনয়না খিরা ও উজ্জ্বলা ভাদু-র পোশাক ৷
3/ 4


এখানে শোকেস হবে, অম্রপালি সিংয়ের ‘ক্যুইন অফ হার্টস’ কালেকশন ৷ তাসের কার্ডের ডিজাইন ধরা পড়বে পোশাকে ৷ অন্যদিকে ডিজাইনার মধুমিতা নাথের ডিজাইন করা কালেকশনের নাম ‘ব্লিস’ ৷