Kuler Achar: শীতের কুল থাকবে সারা বছর, আচর তৈরির সময় দিয়ে দিন এই বিশেষ জিনিস! রইল সিক্রেট রেসিপি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
গোল, টক-মিষ্টি স্বাদের এই ফল আট থেকে আশি অনেকেরই প্রিয়। কারণ শীতকালীন কিছু ফল সারা বছর পাওয়া গেলেও কুলের দেখা মেলে এই শীত এলেই। তাই একবার বানিয়ে সারা বছর রেখে খান এই কুলের আচার।
advertisement
জেনে নিন তার রেসিপি এবং কিভাবে রাখবেন তারপর পদ্ধতি। তার সঙ্গে এই চাটনি যা রেখে খাওয়া যাবে। জেনে নিন কী কী প্রয়োজন। টোপা কুল, আখের গুড় , মৌরি, মেথি সর্ষে ও জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সরষের তেল স্বাদমতো নুন। তৈরি করার আগে টোপা কুল গুলির বোটা ছাড়িয়ে ভাল করে ধুয়ে একটু ফাটিয়ে অল্প নুন মাখিয়ে নিতে হবে।
advertisement
advertisement
advertisement