Eating Jujube (Kul) before Saraswati Puja: সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ কেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:
Eating Jujube (Kul) before Saraswati Puja:এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
1/5
মাঘ মাস মানেই সরস্বতী পুজো৷ বাগদেবীর আরাধনা মানেই কুল খাওয়ার প্রসঙ্গ চলে আসে৷ বাঙালির ঘরে ঘরে এই রীতি প্রচলিত যে পলাশপ্রিয়ার পুজোর আগে কুল খেতে নেই৷ কিন্তু কেন এই রেওয়াজ তৈরি হয়েছে, তার পিছনেও আছে স্বাস্থ্যগত কারণ৷
মাঘ মাস মানেই সরস্বতী পুজো৷ বাগদেবীর আরাধনা মানেই কুল খাওয়ার প্রসঙ্গ চলে আসে৷ বাঙালির ঘরে ঘরে এই রীতি প্রচলিত যে পলাশপ্রিয়ার পুজোর আগে কুল খেতে নেই৷ কিন্তু কেন এই রেওয়াজ তৈরি হয়েছে, তার পিছনেও আছে স্বাস্থ্যগত কারণ৷
advertisement
2/5
স্বাদের পাশাপাশি কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর৷ রক্তপাত, ক্ষত নিরাময় এবং বিভিন্ন প্রদাহজনিত অসুখে কুলের গুণাগুণ কার্যকরী৷
স্বাদের পাশাপাশি কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর৷ রক্তপাত, ক্ষত নিরাময় এবং বিভিন্ন প্রদাহজনিত অসুখে কুলের গুণাগুণ কার্যকরী৷
advertisement
3/5
১০-১৫ গ্রাম শুকনো কুল ৩ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় পান করলে বদহজমে উপকার পাওয়া যায়৷ বলছেন বিশিষ্ট পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
১০-১৫ গ্রাম শুকনো কুল ৩ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় পান করলে বদহজমে উপকার পাওয়া যায়৷ বলছেন বিশিষ্ট পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
advertisement
4/5
টোপা কুল, নারকোলি কুল, বোম্বাই কুল-নানা স্বাদ ও বৈচিত্রে ধরা দেয় এই ফল৷ চরক সংহিতা-সহ একাধিক প্রাচীন পুঁথি, মহাকাব্যে কুলের উল্লেখ আছে৷ তবে এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
টোপা কুল, নারকোলি কুল, বোম্বাই কুল-নানা স্বাদ ও বৈচিত্রে ধরা দেয় এই ফল৷ চরক সংহিতা-সহ একাধিক প্রাচীন পুঁথি, মহাকাব্যে কুলের উল্লেখ আছে৷ তবে এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
advertisement
5/5
আয়ুর্বেদিক মতে বলা হয়, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, তাই স্বাস্থ্যগত দিক থেকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আয়ুর্বেদিক মতে বলা হয়, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, তাই স্বাস্থ্যগত দিক থেকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement