Korean Skin Care Tips: ত্বকে বয়সের ছাপ পড়ছে? দামি ক্রিম ছাড়ুন, এই পানীয় ব্যবহারেই ফিরে পাবেন যৌবন! ত্বক হবে কাচের মতো চকচকে! কীভাবে ব্যবহার?

Last Updated:
Skin Care Tips: ঝলমলে ত্বক পাওয়ার জন্যে চেষ্টার কমতি রাখে না অনেকেই। ত্বকের যত্ন নেওয়ার জন্য ভরসা রাখতে পারেন এই ঘরোয়া পানীয়ের ওপর। তবেই পাবেন উপকার।
1/5
দাগহীন মুখ চেয়ে থাকেন সকলেই। কাচের মতো ঝকঝকে ত্বক থাকবে এমনটাই পছন্দ হয় বেশিরভাগ মানুষের। তবে সেজন্য কিছু বিষয় মানতে হবে।
দাগহীন মুখ চেয়ে থাকেন সকলেই। কাচের মতো ঝকঝকে ত্বক থাকবে এমনটাই পছন্দ হয় বেশিরভাগ মানুষের। তবে সেজন্য কিছু বিষয় মানতে হবে।
advertisement
2/5
অভিজ্ঞ রূপচর্চা বিশারদ সোমা দাস জানান, ত্বকের চর্চায় চালের জলের ব্যবহার নতুন নয়। তবে যে কোনও জিনিস মুখে মাথার আগে ত্বকের ধরন সম্পর্কে জানা প্রয়োজন।
অভিজ্ঞ রূপচর্চা বিশারদ সোমা দাস জানান, ত্বকের চর্চায় চালের জলের ব্যবহার নতুন নয়। তবে যে কোনও জিনিস মুখে মাথার আগে ত্বকের ধরন সম্পর্কে জানা প্রয়োজন।
advertisement
3/5
ত্বকের সিবাসিয়াস গ্রন্থি সিবাম বেরিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। বার বার চালের জলের ব্যবহারে স্বাভাবিক তেল ধুয়ে গিয়ে ত্বক রুক্ষ হয়।
ত্বকের সিবাসিয়াস গ্রন্থি সিবাম বেরিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। বার বার চালের জলের ব্যবহারে স্বাভাবিক তেল ধুয়ে গিয়ে ত্বক রুক্ষ হয়।
advertisement
4/5
চালের জলে অ্যালার্জি হতে পারে। তাই রূপচর্চায় কোনও উপকরণ ব্যবহার করতে হলে। আগে দেখে নেওয়া উচিত জ্বালা, চুলকানি বা র‌্যাশ হচ্ছে কিনা।
চালের জলে অ্যালার্জি হতে পারে। তাই রূপচর্চায় কোনও উপকরণ ব্যবহার করতে হলে। আগে দেখে নেওয়া উচিত জ্বালা, চুলকানি বা র‌্যাশ হচ্ছে কিনা।
advertisement
5/5
চালের জলে থাকা স্টার্চ বা শ্বেতসারে ত্বকের সূক্ষ্ম ছিদ্রমুখ বন্ধ হয়ে যেতে পারে। এতে ত্বকে ব্রণের সমস্যা দেখা দিতে পারে অনেক বেশি মাত্রায়।
চালের জলে থাকা স্টার্চ বা শ্বেতসারে ত্বকের সূক্ষ্ম ছিদ্রমুখ বন্ধ হয়ে যেতে পারে। এতে ত্বকে ব্রণের সমস্যা দেখা দিতে পারে অনেক বেশি মাত্রায়।
advertisement
advertisement
advertisement