Mental Health Support: ‘সম্পর্কজনিত সমস্যা’য় ভুগছে কলকাতার তরুণ প্রজন্ম, Mpower-এর রিপোর্টে শহরবাসীর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Mpower সেন্টারের মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রধান ডা. প্রীতি পারেখ (Dr Preethi Parikh) বলছেন, “কলকাতার বাসিন্দাদের মধ্যে, বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে সম্পর্কজনিত সমস্যা বেশি থাকা গুরুতর উদ্বেগের বিষয়।”
advertisement
নবম বার্ষিকীতে ১ লাখ ফোন কলের উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করেছে সংস্থা। তাতেই উঠে এসেছে ভারতীয়দের মানসিক স্বাস্থ্য উদ্বেগের নানা দিক। দেশের বিভিন্ন শহরের মানুষ ফোন করে সংস্থার হেল্পলাইন নম্বরে। মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ নেয়। কলের পরিমাণের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। Representative Image
advertisement
advertisement
রিপোর্টে দেখা যাচ্ছে, কলকাতাবাসীর ফোন কলের ৪৫ শতাংশই সম্পর্কজনিত সমস্যা নিয়ে। যা জাতীয় গড় ৩৩ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। এরপরই রয়েছে উদ্বেগ (২৪ শতাংশ), বিষন্নতা (১৭ শতাংশ) এবং চাপ (১১ শতাংশ)। পরিসংখ্যান থেকে স্পষ্ট, কলকাতাবাসীর মানসিক স্বাস্থ্য নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। আর এর অধিকাংশই ব্যক্তিগত। Representative Image
advertisement
advertisement
advertisement
কলকাতার শরৎ বোস রোডের Mpower সেন্টারের মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রধান ডা. প্রীতি পারেখ বলছেন, “কলকাতার বাসিন্দাদের মধ্যে, বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে সম্পর্কজনিত সমস্যা বেশি থাকা গুরুতর উদ্বেগের বিষয়।” এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। প্রীতি বলেন, “তরুণরা জটিল সামাজিক, মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নিজের পরিচয় তৈরি, কেরিয়ারের চাপ, সুস্থ সম্পর্ক তৈরি করতে গিয়ে নানা সমস্যায় পড়ছে। আর তা প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে। দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাঁদের সঠিক সহায়তা দেওয়া জরুরি। যাতে তরুণ প্রজন্ম সুস্থ মানসিক স্থিতিতে বেড়ে উঠতে পারে।” Representative Image