Knowledge: মৃত্যুর পর শরীরের কোন 'অঙ্গ' কতদিন 'জীবিত' থাকে বলুন তো...? চমকে দেবে বিজ্ঞান! দেখুন সম্পূর্ণ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge: জানলে নিশ্চিত অবাক হবেন যে মানুষের মৃত্যুর পরও এমন কিছু অঙ্গ থাকে যা ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকে।
সাধারণ জ্ঞান প্রতি পদে পদে আমাদের অবাক করে। জেনারেল নলেজ বা জিকের পরিধিতে যেমন থাকে দেশ বিদেশের নানা অজানা তথ্য, তেমনই জ্ঞান বিজ্ঞানের আশ্চর্য সব জ্ঞান। আজ এমনই এক বিষয় নিয়ে অবাক করা তথ্য জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
advertisement
মানব জীবন বিজ্ঞানের এক আশ্চর্য অধ্যয়ন। মানুষের শরীরের এমন অনেক অঙ্গ রয়েছে যা মৃত্যুর পরেও বেঁচে থাকে। জানলে অবাক হবেন, এমন কিছু অঙ্গ আছে যা এমনকি কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে। কোন কোন অঙ্গ জানেন?
advertisement
.যে কোনও মানুষের মৃত্যু হলে তাঁর নিষ্প্রাণ দেহটি সাধারণত হয় পুড়িয়ে ফেলা হয় নতুবা কবর দেওয়া হয়। কিন্তু জানলে নিশ্চিত অবাক হবেন যে মানুষের মৃত্যুর পরও এমন কিছু অঙ্গ থাকে যা ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকে।
advertisement
এই প্রসঙ্গে মাদুরাই অ্যাপোলো হাসপাতালের চিফ অপারেটিং অফিসার, নেলাকান্নান পি, শরীরের অঙ্গ দান সম্পর্কে ব্যাখ্যা করে জানান শরীরের কোন অঙ্গ দান করা যেতে পারে। লোকাল তাঁর পরামর্শে তিনি উল্লেখ করেছেন কোন কোন অঙ্গগুলি দানের যোগ্য। এই তালিকায় রয়েছে চোখ, ফুসফুস, লিভার, কিডনি এবং ত্বকের মতো অঙ্গগুলি যা এক শরীর থেকে অন্য শরীরে প্রতিস্থাপন করা যেতে পারে।"
advertisement
শুধু তাই নয়, মানব শরীরের কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলি এমনকি মৃত্যুর পর কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকে। আজ আমাদের এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক মানব শরীরের সেই বিশেষ অঙ্গের বিশেষ ক্ষমতার কথা।
advertisement
চোখ মৃত্যুর পরেও বেঁচে থাকে :একজন মানুষ মারা গেলে তাঁর শরীরের অনেক অংশ কাজ করা বন্ধ করে দেয়। মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহও বন্ধ হয়ে যায়। শুধুমাত্র কিছু অঙ্গ আছে যা জীবিত থাকে। যার মধ্যে চোখও রয়েছে।
advertisement
একজন মানুষের চোখ তার মৃত্যুর পর ৬ থেকে ৮ ঘণ্টা জীবিত থাকে । তবে কোনো ব্যক্তি যদি তার চোখ দান করে থাকেন, তাহলে মৃত্যুর ৬ ঘণ্টার মধ্যে তার চোখ অপসারণ করতে হবে ।
advertisement
একজন মানুষের মৃত্যুর পর তাঁর চোখ ছাড়াও কিডনি, হার্ট ও লিভার প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর পরে, এই অঙ্গগুলির কোষগুলি কাজ করতে থাকে। উদাহরণস্বরূপ, ওই ব্যক্তির মৃত্যুর ৪ থেকে ৬ ঘণ্টা পরে তাঁর হৃদপিণ্ড অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়।
advertisement
এখানেই শেষ নয়, জানলে চোখ কপালে উঠবে যে মানুষের কিডনি ৭২ ঘণ্টা এবং লিভার ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকে।
advertisement
নিম্নোক্ত অঙ্গগুলো কয়েক বছর বেঁচে থাকে:মৃত্যুর পড়ে দেহের জীবন্ত অঙ্গগুলির মধ্যে কোনগুলি বহুক্ষণ জীবিত থাকে? এক্ষেত্রে জেনে রাখা ভাল যে যে কোনও ব্যক্তির মৃত্যুর পরে, তাঁর ত্বক এবং হাড়গুলি প্রায় ৫ বছর পর্যন্ত বাঁচানো যায়।
advertisement
অঙ্গদানের জন্য কাজ করে এমন একটি সংস্থা ডোনেট লাইফের ওয়েবসাইট অনুসারে, একজন ব্যক্তির মৃত্যুর পর তাঁর হার্টের ভাল্ব ১০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়।
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।