প্রায় প্রতিদিনই কোনও না কোনও রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে থাকি। রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখে এমন অনেক কিছুই পরে যা দেখে আমাদের মনে কৌতূহল জন্মায়। কিন্তু এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই হিমশিম হয়ে যাই আমরা। অথচ সেই সকল অজানা প্রশ্নের উত্তর জানার ইচ্ছেও কম থাকে না আমাদের। সেই রকমই একটি কৌতুহলপূর্ণ জিনিস হল, রাস্তার ধারে থাকা গাছে সাদা রং কেন করা থাকে?