Dog GK: অন্ধবিশ্বাস না বিজ্ঞান...! রাতে‌ই কুকুর কেন কাঁদে? আসল কারণ জানেন না ৯৯% মানুষই, আপনি জানেন?

Last Updated:
Dog: কুকুর কাঁদলে নেগেটিভ প্রভাব তৈরি হয়। একটা অশুভ লক্ষণ বলে মনে করা হয়।তবে কুকুরটি কোনও কারণে চোট আঘাত পেয়ে থাকলেও সে ওই রকম সুরে ডাকতে পারে।
1/5
*আমরা যাকে কুকুরের কান্না বলে মনে করি, তা আসলে মোটেও কুকুরের কান্না নয়। রাতের বেলা ওই রকম সুরে ডেকে কুকুর তার সঙ্গীকে বার্তা পাঠানোর চেষ্টা করে। যাতে সেই আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে।
*আমরা যাকে কুকুরের কান্না বলে মনে করি, তা আসলে মোটেও কুকুরের কান্না নয়। রাতের বেলা ওই রকম সুরে ডেকে কুকুর তার সঙ্গীকে বার্তা পাঠানোর চেষ্টা করে। যাতে সেই আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে।
advertisement
2/5
*জ্যোতিষবিদ বিপুল কুমার জানান,
*জ্যোতিষবিদ বিপুল কুমার জানান, "কুকুর তখনই কাঁদে যখন আশপাশে কোন অশরীরী আত্মার উপস্থিতি টের পায়, যা সাধারণ মানুষের পক্ষে দেখা বা অনুভব করা সম্ভব নয়। সেজন্য কুকুর কাঁদলেই লোকজন তাদের তাড়ানোর চেষ্টা করে।"
advertisement
3/5
*মানুষের মনোযোগ কাড়তে কুকুর রাতে কেঁদে ওঠে। অনেকসময় পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, সেই দুঃখ থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে। অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।
*মানুষের মনোযোগ কাড়তে কুকুর রাতে কেঁদে ওঠে। অনেকসময় পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, সেই দুঃখ থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে। অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।
advertisement
4/5
*রাতের বেলা কুকুর কাঁদলে তা অশুভ বলে মনে করা হয়। যে বাড়ির সামনে বসে রাতে কুকুরে কাঁদে সেই বাড়িতে কারও মৃত্যু হতে চলেছে বলে আশঙ্কা করা হয়। সেই কারণে রাতে বাড়ির সামনে কুকুর কাঁদলে তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
*রাতের বেলা কুকুর কাঁদলে তা অশুভ বলে মনে করা হয়। যে বাড়ির সামনে বসে রাতে কুকুরে কাঁদে সেই বাড়িতে কারও মৃত্যু হতে চলেছে বলে আশঙ্কা করা হয়। সেই কারণে রাতে বাড়ির সামনে কুকুর কাঁদলে তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
advertisement
5/5
*বিজ্ঞান বলছে অন্য কথা। রাতে কুকুর কাঁদে না, এটা ওদের ডাক। রাতে এভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।
*বিজ্ঞান বলছে অন্য কথা। রাতে কুকুর কাঁদে না, এটা ওদের ডাক। রাতে এভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।
advertisement
advertisement
advertisement