Knowledge: শিশুর বলা প্রথম শব্দ 'মা', 'বাবা'...জানেন এই 'মা-বাবা' শব্দ দুটো কোথা থেকে এল? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
মজার হলো- পৃথিবীর প্রায় সব দেশেই মা-কে বোঝাতে ব্যবহৃত শব্দগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি আর সবগুলো শব্দের শুরুতেই ব্যবহৃত হয়েছে এম অথবা ম ব্যঞ্জনবর্ণ। যেমন--জার্মান ভাষায় মাট্টার (Mutter), ওলন্দাজ ভাষায় ময়েদার (Moeder), ইতালির ভাষায় মাদর (Madre), চিনা ভাষায় মামা (Mama), হিন্দি ভাষায় মাম (Mam), প্রাচীন মিশরীয় ভাষায় মাত (Mut)ও বাংলা ভাষায় মা (Ma)।
advertisement
তবে, মা শব্দের মতো বাবা ডাক নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তেমন উল্লেখযোগ্য মিল খুঁজে পাওয়া যায় না। বাবা ডাকের ইংরেজি ড্যাডি বা পাপা । রাশিয়ান, হিন্দি, স্প্যানিশ ভাষায়ও পাপা ব্যবহৃত হয়। জার্মান ভাষায় পাপি। আইসল্যান্ডের ভাষায় পাব্বি। সুইডিশ ভাষায় পাপ্পা। তুর্কি, গ্রিক এবং মালয়-সহ আরও অনেক ভাষায় ব্যবহৃত হয় বাবা।
