Health Benefits of Sheuli Flower: জীবনের সব রোগ ছুমন্তর! মাত্র এক মাস পাওয়া যায়! ‘এই’ গাছের পাতা-ফুল ওষুধের অফুরন্ত ভান্ডার!

Last Updated:
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
1/5
শিউলি ফুলকে অনেক জায়গায় স্বর্গের ফুল বলে দাবি করা হয়েছে। শিউলি ফুলের গন্ধ জানিয়ে দেয় পুজো আসছে। কিন্তু এই ফুলের গাছে লুকিয়ে রয়েছে হাজার রোগের সমাধান।
শিউলি ফুলকে অনেক জায়গায় স্বর্গের ফুল বলে দাবি করা হয়েছে। শিউলি ফুলের গন্ধ জানিয়ে দেয় পুজো আসছে। কিন্তু এই ফুলের গাছে লুকিয়ে রয়েছে হাজার রোগের সমাধান।
advertisement
2/5
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
advertisement
3/5
যদি জ্বর কমতে না চায়, তাহলেও শিউলি পাতা দারুন কার্যকরী বলে জানিয়েছেন। তিনি বলছেন, তেতো হলেও এই পাতা জলে ফুটিয়ে মধু এবং গোলমরিচ সহযোগে খেলে জ্বর নেমে যায় তাড়াতাড়ি
যদি জ্বর কমতে না চায়, তাহলেও শিউলি পাতা দারুন কার্যকরী বলে জানিয়েছেন। তিনি বলছেন, তেতো হলেও এই পাতা জলে ফুটিয়ে মধু এবং গোলমরিচ সহযোগে খেলে জ্বর নেমে যায় তাড়াতাড়ি
advertisement
4/5
তিনি জানিয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিউলি পাতার বেশ কার্যকরী। যেহেতু শিউলি ফুলের পাতা তেতো, ফলে এই পাতার রস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।
তিনি জানিয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিউলি পাতার বেশ কার্যকরী। যেহেতু শিউলি ফুলের পাতা তেতো, ফলে এই পাতার রস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।
advertisement
5/5
অভিরাজ বাবু জানিয়েছেন, শিউলি পাতার রস অল্প গরম করে খেলে পেটে কৃমির সমস্যা কমে যায়। তাছাড়া এই গাছের ছালের চূর্ণ গরম জলে মিশিয়ে খেলে শরীরের মেদ ঝরে।
অভিরাজ বাবু জানিয়েছেন, শিউলি পাতার রস অল্প গরম করে খেলে পেটে কৃমির সমস্যা কমে যায়। তাছাড়া এই গাছের ছালের চূর্ণ গরম জলে মিশিয়ে খেলে শরীরের মেদ ঝরে।
advertisement
advertisement
advertisement