হোম » ছবি » লাইফস্টাইল » গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

Skin care: গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

  • 15

    Skin care: গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

    ঔষধি গুণে ভরপুর হলুদের গুণাগুণের শেষ নেই।বিভিন্ন রোগের ঘরোয়া প্রতিকার হিসাবে হলুদ ব্যবহার করা হয়। তবে ত্বক ভাল রাখতে চমৎকার কাজ করে এই উপাদান। হলুদ মুখের মৃত ত্বকের কোষগুলিকেও দূর করে যা ট্যানিং, দাগ, ফ্রেকলস, ব্রণ এবং নিস্তেজ ও শুষ্ক ত্বকের কারণ হয়।

    MORE
    GALLERIES

  • 25

    Skin care: গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

    হলুদের  ক্বাথ মুখের পিগমেন্টেশন বা দাগ দূর করতে ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে ২ চিমটি হলুদ এবং ২ চামচ দুধ এবং এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এই পেস্টটি  মুখে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এই পেস্টটি মুখে লাগিয়ে রাখলেই ত্বক উজ্জ্বল দেখাতে শুরু করবে। সপ্তাহে একবার এই প্যাক প্রয়োগ করলেও এর প্রভাব দেখতে পারবেন

    MORE
    GALLERIES

  • 35

    Skin care: গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

    অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যে ভরপুর এই পেস্টটি মুখের ব্রণ দূর করতে ব্যবহার করা যেতে পারে।  নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে তাতে ১ থেকে ২ চামচ নিমের গুঁড়া নিয়ে তাতে আধ চামচ হলুদ মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

    MORE
    GALLERIES

  • 45

    Skin care: গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

    দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা মুখের ময়লা দূর করতে কার্যকর। সেই সাথে হলুদের ঔষধিগুণ দাগ হালকা করে। তাই মুখে হলুদ ও দই লাগালে মুখের ত্বকের মৃত কোষ দূর হয়। একটি পাত্রে ১ চামচ দই নিয়ে  তাতে ২ চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগাতে হবে। এই প্যাক কিছুক্ষণ রাখার

    MORE
    GALLERIES

  • 55

    Skin care: গরম আসতেই ত্বকে ট্যান পড়ছে? রোদে পোড়া মুখ নিমেষেই সাদা করবে এই ঘরোয়া প্যাক

    পর ধুয়ে ফেলতে হবে।
    তৈলাক্ত ত্বকের জন্য হলুদ ও মুলতানি মাটির প্যাক মুখে লাগানো যেতে পারে। মুখের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে এবং হলুদ মুখ উজ্জ্বল করতে সাহায্য করে। ২ চামচ মুলতানি মাটি নিয়ে তাতে জল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার এই প্যাকে প্রয়োজন অনুযায়ী ১ থেকে ২ চিমটি হলুদ ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।  এই প্যাক নিয়মিত ব্যবহার করলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    MORE
    GALLERIES