চৌকো বা ত্রিকোণ নয়, কুয়ো কেন সবসময় গোল হয়? জানুন কারণ

Last Updated:
1/6
গ্রামাঞ্চলে এখনও বহু মানুষ কুয়োর জলের উপরে নির্ভরশীল। গোটা দেশের ক্ষেত্রেই কমবেশি এ কথা প্রযোজ্য।
গ্রামাঞ্চলে এখনও বহু মানুষ কুয়োর জলের উপরে নির্ভরশীল। গোটা দেশের ক্ষেত্রেই কমবেশি এ কথা প্রযোজ্য।
advertisement
2/6
কুয়ো যেমনই হোক না কেন, তার আকার সবসময় গোলই হয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এর পিছনে কারণ কী?
কুয়ো যেমনই হোক না কেন, তার আকার সবসময় গোলই হয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এর পিছনে কারণ কী?
advertisement
3/6
 এক সময় মানুষ শুধুৃমাত্র নদী, পুকুরের জলের উপরেই নির্ভরশীল ছিল। পরে শুরু হয় কুয়োর ব্যবহার।
এক সময় মানুষ শুধুৃমাত্র নদী, পুকুরের জলের উপরেই নির্ভরশীল ছিল। পরে শুরু হয় কুয়োর ব্যবহার।
advertisement
4/6
কুয়োয় প্রচুর পরিমাণে জল থাকে৷ কুয়োয় যত কোণ থাকবে তার উপর জলের চাপও তত বেশি পড়বে৷
কুয়োয় প্রচুর পরিমাণে জল থাকে৷ কুয়োয় যত কোণ থাকবে তার উপর জলের চাপও তত বেশি পড়বে৷
advertisement
5/6
এর ফলে কোণগুলিতে দ্রুত ফাটল ধরতে শুরু করে৷ যার জেরে কুয়ো দ্রুত নষ্ট হতে শুরু করে৷
এর ফলে কোণগুলিতে দ্রুত ফাটল ধরতে শুরু করে৷ যার জেরে কুয়ো দ্রুত নষ্ট হতে শুরু করে৷
advertisement
6/6
কিন্তু কুয়ো গোলাকার হলে সবদিকে সমান ভাবে জলের চাপ পড়ে৷ ফলে কুয়ো দীর্ঘস্থায়ী হয়৷
কিন্তু কুয়ো গোলাকার হলে সবদিকে সমান ভাবে জলের চাপ পড়ে৷ ফলে কুয়ো দীর্ঘস্থায়ী হয়৷
advertisement
advertisement
advertisement