IN PICS: সেলিব্রেশনের জন্য তৈরি জয়া আহসান, রইল ইদ ফ্যাশনের সুলুক-সন্ধান

Last Updated:
1/5
 খুশির ইদ আগামিকাল ৷ আর ইদের দিন বাহারি সাজ তো মাস্ট ৷ এবারের ইদে কেমন ভাবে নিজেকে সাজিয়ে তুলবেন আপনি ? ইদ-সাজের পসরা নিয়ে হাজির বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা ৷ ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
খুশির ইদ আগামিকাল ৷ আর ইদের দিন বাহারি সাজ তো মাস্ট ৷ এবারের ইদে কেমন ভাবে নিজেকে সাজিয়ে তুলবেন আপনি ? ইদ-সাজের পসরা নিয়ে হাজির বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা ৷ ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
advertisement
2/5
আর দশজনের মতোই শোবিজের তারকারাও প্রস্তুত ইদ উদযাপনের জন্য। এবারের ইদের ফ্যাশনে রঙিন হয়ে ধরা দিলেন জয়া আহসান এবং বাংলাদেশের আরেক বিখ্যাত মডেল তথা অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ৷ ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
আর দশজনের মতোই শোবিজের তারকারাও প্রস্তুত ইদ উদযাপনের জন্য। এবারের ইদের ফ্যাশনে রঙিন হয়ে ধরা দিলেন জয়া আহসান এবং বাংলাদেশের আরেক বিখ্যাত মডেল তথা অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ৷ ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
advertisement
3/5
 এই প্রথম এই দুই অভিনেত্রী একসঙ্গে কাজ করলেন ৷ কাজটি প্রসঙ্গে মৌ বলেন, ‘আমরা দুজনেই খুব ব্যস্ত। তার মধ্যে জয়া এখন বেশিরভাগ সময়টাই থাকে কলকাতায়। তাই দেখা হয় না অনেকদিন। এই কাজের কারণে আমাদের সরাসরি দেখা হল সম্ভবত পাঁচ বছর পর। আর দু’জনে একসঙ্গে কাজ করলাম এবারই প্রথম।’ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
এই প্রথম এই দুই অভিনেত্রী একসঙ্গে কাজ করলেন ৷ কাজটি প্রসঙ্গে মৌ বলেন, ‘আমরা দুজনেই খুব ব্যস্ত। তার মধ্যে জয়া এখন বেশিরভাগ সময়টাই থাকে কলকাতায়। তাই দেখা হয় না অনেকদিন। এই কাজের কারণে আমাদের সরাসরি দেখা হল সম্ভবত পাঁচ বছর পর। আর দু’জনে একসঙ্গে কাজ করলাম এবারই প্রথম।’ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
advertisement
4/5
বিশ্বরঙ-এর প্রধান বিপ্লব সাহা জানিয়েছেন, এই দুই তারকার সঙ্গে কাজ করাটা একটা অনন্য প্রাপ্তি ৷ ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
বিশ্বরঙ-এর প্রধান বিপ্লব সাহা জানিয়েছেন, এই দুই তারকার সঙ্গে কাজ করাটা একটা অনন্য প্রাপ্তি ৷ ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
advertisement
5/5
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা আরও জানিয়েছেন, এবারের ইদে মেয়েদের পোশাকের ট্রেন্ডে নানা রঙ, ডিজাইন এ মেটেরিয়াল বৈচিত্র্যে তৈরি হয়েছে নতুন সব পোশাক। ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা আরও জানিয়েছেন, এবারের ইদে মেয়েদের পোশাকের ট্রেন্ডে নানা রঙ, ডিজাইন এ মেটেরিয়াল বৈচিত্র্যে তৈরি হয়েছে নতুন সব পোশাক। ছবি সৌজন্য: বিপ্লব সাহা ৷
advertisement
advertisement
advertisement