শীতকালটা চুটিয়ে উপভোগ করতে চান সকলেই। পার্টি, পিকনিকের পাশাপাশি আরামদায়ক আবহাওয়ায় মনও খুশি থাকে। আবার এই শীতেই বাড়ে ব্যথা, বেদনাও (Body Pain in Winters)। আর্থ্রাইটিসজনিত জয়েন্টের ব্যথা ছাড়াও ঘাড়, কোমর ও মাংসপেশির ব্যথায় অনেকে নাস্তানাবুদ হয়ে যান (Body Pain in Winters)।