Kitchen Hacks: পিঁপড়ের উত্‍পাতে নাজেহাল? রান্নাঘর খাবার রাখাই দুষ্কর, ৪ সহজ টিপস্ জেনে নিন, আপনার বাড়িতে পিঁপড়ের ‘নো এন্ট্রি’ গ‍্যারান্টি

Last Updated:
Kitchen Hacks: খাবার নষ্ট তো হয়ই, সেইসঙ্গে পিঁপড়ের কামড়েও জ্বালাতন। কিন্তু পিঁপড়ে প্রতিরোধের উপায় কী? খুব সহজে এবং ঘরোয়া উপায়ে পিঁপড়ের দলকে বাড়ি থেকে নির্মূল করা যায়।
1/10
বাড়ির রান্নাঘর থেকে শোবার ঘর, পিঁপড়ের অবাধ বিচরণ সর্বত্র। খুদে এই প্রাণীদের জ্বালায় অনেকেই অতিষ্ট। মিষ্টি জাতীয় কোনও খাবার রাখতে না রাখতেই, সবার আগে ভাগ বসাতে হাজির সার বেঁধে পিপড়ের দল। কিন্তু শত চেষ্টাতেও তাড়ানো যায় না পিঁপড়ের দলকে।
বাড়ির রান্নাঘর থেকে শোবার ঘর, পিঁপড়ের অবাধ বিচরণ সর্বত্র। খুদে এই প্রাণীদের জ্বালায় অনেকেই অতিষ্ট। মিষ্টি জাতীয় কোনও খাবার রাখতে না রাখতেই, সবার আগে ভাগ বসাতে হাজির সার বেঁধে পিপড়ের দল। কিন্তু শত চেষ্টাতেও তাড়ানো যায় না পিঁপড়ের দলকে।
advertisement
2/10
পিঁপড়ে তাড়াতে গিয়ে হিমশিম খান অনেকেই। মিষ্টি জাতীয় যেকোনও খাবার ঢাকা বন্ধ থাকলেও দেখা যায়, সেখানেও পৌঁছে গিয়েছে পিপীলিকা বাহিনী।
পিঁপড়ে তাড়াতে গিয়ে হিমশিম খান অনেকেই। মিষ্টি জাতীয় যেকোনও খাবার ঢাকা বন্ধ থাকলেও দেখা যায়, সেখানেও পৌঁছে গিয়েছে পিপীলিকা বাহিনী।
advertisement
3/10
খাবার নষ্ট তো হয়ই, সেইসঙ্গে পিঁপড়ের কামড়েও জ্বালাতন। কিন্তু পিঁপড়ে প্রতিরোধের উপায় কী? খুব সহজে এবং ঘরোয়া উপায়ে পিঁপড়ের দলকে বাড়ি থেকে নির্মূল করা যায়।
খাবার নষ্ট তো হয়ই, সেইসঙ্গে পিঁপড়ের কামড়েও জ্বালাতন। কিন্তু পিঁপড়ে প্রতিরোধের উপায় কী? খুব সহজে এবং ঘরোয়া উপায়ে পিঁপড়ের দলকে বাড়ি থেকে নির্মূল করা যায়।
advertisement
4/10
পিঁপড়ের দলকে রান্নাঘরের বাইরে রাখতে গেলে সবার আগে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। খাদ্য সামগ্রী ভালভাবে সংরক্ষণ করুন। খাবারের টুকরো যেন পড়ে না থাকে। রান্নাঘর ভাল করে পরিষ্কার রাখা পিঁপড়ে তাড়াতে খুব গুরুত্বপূর্ণ।
পিঁপড়ের দলকে রান্নাঘরের বাইরে রাখতে গেলে সবার আগে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। খাদ্য সামগ্রী ভালভাবে সংরক্ষণ করুন। খাবারের টুকরো যেন পড়ে না থাকে। রান্নাঘর ভাল করে পরিষ্কার রাখা পিঁপড়ে তাড়াতে খুব গুরুত্বপূর্ণ।
advertisement
5/10
পিঁপড়ের দলকে রান্নাঘরের বাইরে রাখতে গেলে সবার আগে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। খাদ্য সামগ্রী ভালভাবে সংরক্ষণ করুন। খাবারের টুকরো যেন পড়ে না থাকে। রান্নাঘর ভাল করে পরিষ্কার রাখা পিঁপড়ে তাড়াতে খুব গুরুত্বপূর্ণ।
পিঁপড়ের দলকে রান্নাঘরের বাইরে রাখতে গেলে সবার আগে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। খাদ্য সামগ্রী ভালভাবে সংরক্ষণ করুন। খাবারের টুকরো যেন পড়ে না থাকে। রান্নাঘর ভাল করে পরিষ্কার রাখা পিঁপড়ে তাড়াতে খুব গুরুত্বপূর্ণ।
advertisement
6/10
বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদান পিঁপড়ে তাড়াতে কার্যকরী হতে পারে। লেবুর রস, ভিনিগার এবং বোরিক অ‍্যাসিডের মতো কয়েকটি উপাদান ব‍্যবহার করেই পিঁপড়ে দূরে রাখা যাবে।
বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদান পিঁপড়ে তাড়াতে কার্যকরী হতে পারে। লেবুর রস, ভিনিগার এবং বোরিক অ‍্যাসিডের মতো কয়েকটি উপাদান ব‍্যবহার করেই পিঁপড়ে দূরে রাখা যাবে।
advertisement
7/10
যে পথে পিঁপড়ে আসে, সেই রাস্তায় ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড। লেবুর রস এবং ভিনিগারের তীব্র গন্ধেও দূরে থাকে পিঁপড়ে। তাই আশপাশে ছড়িয়ে দিতে পারেন।
যে পথে পিঁপড়ে আসে, সেই রাস্তায় ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড। লেবুর রস এবং ভিনিগারের তীব্র গন্ধেও দূরে থাকে পিঁপড়ে। তাই আশপাশে ছড়িয়ে দিতে পারেন।
advertisement
8/10
নুন এবং হলুদও পিঁপড়ে তাড়াতে কার্যকরী হতে পারে। পিঁপড়ের রাস্তায় ছড়িয়ে দিন নুন এবং হলুদ। খুব সহজে এবং প্রাকৃতিক পদ্ধতিতেই বাড়ির আশপাশ মাড়াবে না পিঁপড়ে।
নুন এবং হলুদও পিঁপড়ে তাড়াতে কার্যকরী হতে পারে। পিঁপড়ের রাস্তায় ছড়িয়ে দিন নুন এবং হলুদ। খুব সহজে এবং প্রাকৃতিক পদ্ধতিতেই বাড়ির আশপাশ মাড়াবে না পিঁপড়ে।
advertisement
9/10
খাবার রাখার সময়েও সতর্ক থাকুন। রান্নাঘরে খাবারের জিনিসপত্র ঢাকা পাত্রে সংরক্ষণ করলে পিঁপড়ার আগমন কমে যাবে। খোলা পাত্রে খাবার রাখবেন না। শক্ত ঢাকা দেওয়া পাত্রে রাখুন।
খাবার রাখার সময়েও সতর্ক থাকুন। রান্নাঘরে খাবারের জিনিসপত্র ঢাকা পাত্রে সংরক্ষণ করলে পিঁপড়ার আগমন কমে যাবে। খোলা পাত্রে খাবার রাখবেন না। শক্ত ঢাকা দেওয়া পাত্রে রাখুন।
advertisement
10/10
বাজারে পিঁপড়ে প্রতিরোধকারী একধরনের চক কিনতে পাওয়া যায়। ঘরের কোণে বা যেখানে পিঁপড়ের উত্‍পাত, সেখানে এই চক দিয়ে দাগ কেটে দিন। তবে এই চক থেকে শিশুদের দূরে রাখুন।
বাজারে পিঁপড়ে প্রতিরোধকারী একধরনের চক কিনতে পাওয়া যায়। ঘরের কোণে বা যেখানে পিঁপড়ের উত্‍পাত, সেখানে এই চক দিয়ে দাগ কেটে দিন। তবে এই চক থেকে শিশুদের দূরে রাখুন।
advertisement
advertisement
advertisement