Kiss Day 2024: ঠোঁট-ঠাসা চুমু...ঘাড়ে উন্মত্ত যৌনতার চুমু...শরীরের কোন অংশে চুমু-র কী মানে জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
কানের লতিতে চুমু খাওয়ার মানে কী? কখন কেউ কপালে চুমু খায়? জানাচ্ছেন মনোবিদরা
চলছে ভ্যালেন্টাইনস উইক। এখন হৃৎপিণ্ডের স্পন্দন এক ধাক্কায় বেড়ে গিয়েছে অনেকখানি। এসেছে কিস ডে। ভালবাসার স্বীকৃতি। আর কে না জানেন, মনের মানুষকে বার বার চুম্বন করেও আশ মেটে না। তবে, চলতি বছরের কিস ডে উদযাপনের আগে কয়েকটা কথা না জানলেই নয়। ভালবাসার যেমন বিভিন্ন ধরন, ঠিক তেমনটাই চুম্বনেরও। আসলে এ অনুভূতি প্রকাশের আদিমতম এবং বিশুদ্ধ এক পন্থা। ফলে, তার বিবর্তন আর শ্রেণীবিভাগও অবশ্যম্ভাবী।
advertisement
একেক রকমের চুম্বনের মানেও একেক রকম। শরীরের কোন অংশে চুম্বন করা হচ্ছে, তার উপরে ভিত্তি করে এই মানে তৈরি করেছেন মনোবিদরা। জেনে নিন এক-এক করে...
advertisement
গালে চুম্বন-- খুবই স্বীকৃত এবং প্রচলিত এক চুম্বন, বিদেশে অনেক জায়গাতেই দেখা হলে সে যে-ই হন, গালে চুম্বন করে অভিবাদনের রীতি রয়েছে। এটি আদতে স্নেহ এবং পারস্পরিক সম্পর্কের বহির্প্রকাশ।
advertisement
কপালে চুম্বন-- এই চুম্বন অনেক গোপন কথা জানিয়ে যায়। বুঝিয়ে দেয় যে যিনি চুম্বন করছেন, তিনি অন্যজনের যত্ন নিতে খুবই পছন্দ করেন, তাঁকে ভালবাসেন বিশেষ করে। এই চুম্বন সম্পর্কের নিরাপত্তারও প্রতিশ্রুতি।
advertisement
হাতে চুম্বন-- এক সময়ে অভিবাদনের প্রথা ছিল এই হাতে চুম্বন করা। অর্থ সাফ- ব্যক্তির প্রশংসাই করা হচ্ছে, রয়েছে মুগ্ধতাও, আপাতত তার বেশি আর কিছু নয়।
advertisement
ঠোঁটে চুম্বন--অনেকেরই ফ্রেঞ্চ কিস-এর কথা মনে পড়ে যাবে। অন্তরঙ্গতা উদযাপনের অন্যতম অঙ্গ এই ওষ্ঠাধরে নিবিড় চুম্বন, এ ছাড়া যৌনতাও অসম্পূর্ণ। পরস্পরের প্রতি তীব্র আবেগ না থাকলে এ রকম চুম্বন আসে না।
advertisement
কানের লতিতে চুম্বন--এই চুম্বনের সঙ্গেও যোগ ভালবাসা এবং বিশেষ করে যৌনতার- অন্য পক্ষকে উত্তেজিত করার হাতিয়ার। তবে, ভাল না বাসলে কানের লতিতে চুম্বন করতে যে কেউ যান না, সেটাও ভুললে চলবে না।
advertisement
ঘাড়ে চুম্বন--নিঃসন্দেহেই এর সঙ্গেও যোগ রয়েছে যৌনতার, তবে যাঁরা গভীর ভাবে একে অপরের প্রতি আবেগপ্রবণ নন, তাঁরা পরস্পরের ঘাড়ে চুম্বন করেন না। এটাও ভালবাসারই রূপ।
advertisement