kidney: আপনার প্রস্রাবের ধারা কি দুর্বল হচ্ছে! কিডনি ঠিক আছে তো? অবহেলায় হবে মারাত্মক ক্ষতি, সমাধানের উপায় জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
kidney: প্রস্রাবের ধারা দুর্বল হওয়া, বারবার টয়লেট যাওয়া, বা পুরোপুরি ফাঁকা না হওয়ার অনুভূতি হতে পারে প্রোস্টেট বৃদ্ধির লক্ষণ। উপেক্ষা করলে কিডনি ক্ষতি হতে পারে। চিকিৎসক জানাচ্ছেন প্রতিকার ও সতর্কতার সহজ উপায়, বিস্তারিত জানুন...
advertisement
ভারতে বহু পুরুষ বয়সের দোহাই দিয়ে প্রস্রাবের ধারা কমে যাওয়া বা রাতে বারবার টয়লেটে যাওয়ার মতো সমস্যাকে গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের মতে, এগুলি সাধারণ হলেও গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে, যার নাম হল ‘বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া’ (BPH) বা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি। দিল্লির ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরি সেন্টারের নেফ্রোলজিস্ট ড. উদিত গুপ্ত জানিয়েছেন, এই অবস্থা লক্ষ লক্ষ পুরুষকে প্রভাবিত করে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রোস্টেট বড় হলে দুটি কারণে প্রস্রাবের প্রবাহ কমে যায়। প্রথমত, স্ট্যাটিক চাপ, যেখানে বড় প্রোস্টেট সরাসরি ইউরেথ্রাকে চাপে ফেলে। দ্বিতীয়ত, ডায়নামিক ফ্যাক্টর, যেখানে প্রোস্টেটের পেশিগুলি শক্ত হয়ে ইউরেথ্রাকে আরও সরু করে ফেলে। এর ফলে প্রস্রাব আটকে যেতে পারে, সংক্রমণ হতে পারে, এমনকি কিডনির ক্ষতি হতে পারে।
advertisement
advertisement
এই রোগের ৪ স্তরে চিকিৎসা হয়: ১) লাইফস্টাইলে পরিবর্তন, যেমন ক্যাফেইন ও অ্যালকোহল কমানো, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম; ২) ওষুধে প্রোস্টেটের পেশি রিল্যাক্স করানো ও সাইজ কমানো; ৩) TUMT, TUNA, UroLift-এর মতো মাইক্রো প্রক্রিয়া; ৪) TURP বা HoLEP-এর মতো সার্জারি। সমস্যা উপেক্ষা করলে কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে। তাই উপসর্গ দেখলেই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
advertisement