Kidney Care: গরমে 'কিডনি'র অসুখ বাড়ে, 'কিডনি' সুস্থ রাখতে কতটা জল খাবেন? জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ক্রমেই বাড়ছে ক্রনিক কিডনি ডিজিজ-এর ঝুঁকি। ইদানীং শুধু বয়স্করাই নন, কমবয়সিরাও ভুগছে এই রোগে। কিডনির কাজ হল শরীর থেকে দূষিত বা রেচন পদার্থ ছেঁকে বার করে দেওয়া। কিডনি বিকল হলে এই সমস্ত পদার্থ জমতে থাকে শরীরে। ফলে শরীরের বাকি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সুস্থ থাকার জন্য হার্ট,ব্রেন- এর মতো কিডনিও সুস্থ রাখতে হবে।
advertisement
গরমের দিনে শরীর থেকে ঘাম বেশি বার হয়, ফলে জলশূন্যতা দেখা দিতে পারে। স্বাভাবিকভাবে, গরমে জল পিপাসাও বেশি পায়। তবে কীভাবে এবং কতটা জল পান করা উচিত, তা নিয়ে সতর্ক থাকা জরুরি। বিশিষ্ট নেফ্রোলজিস্ট ড. রঞ্জাণী মুথু জানাচ্ছেন, “সঠিক উপায়ে জল পান না করলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্স বিঘ্নিত হতে পারে, যা কিডনি ও হৃদপিণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
advertisement
advertisement
এবার একটি সাধারণ প্রশ্ন প্রায় প্রত্যেকের মনেই ঘুরপাক খায়। প্রতিদিন কত লিটার জল প্রয়োজন? চিকিৎসক জানাচ্ছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ৮-১০ গ্লাস (প্রায় ২.৫-৩ লিটার) জল প্রয়োজন, তবে এটি শরীরের ওজন, পরিশ্রমের মাত্রা এবং পরিবেশের উপর নির্ভর করে। তাই কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করুন, তবে অতিরিক্ত নয়।
advertisement








