Khasir Mangsho Bhat Offer: মাত্র ৬০ টাকা, ৬০ টাকা, ৬০ টাকা- খাসির মাংস সঙ্গে এক থালা ভাত, কোথায় পাবেন, রইল সুলুকসন্ধান
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Khasir Mangsho Bhat Offer: মুদ্রাস্ফীতিকে বুড়ো আঙুল! বেলাকোবায় খাসির মাংস ভাতের হিট অফার
জলপাইগুড়ি: ৬০ টাকায় পেট ভরতি খাসির মাংস ভাত! মূল্যবৃদ্ধির এই সময়ে এত কম অর্থের বিনিময়ে খাসির মাংস মিলছে এই জায়গায়। অবাক করা কাণ্ড জলপাইগুড়িতে। খাসির মাংস আর আনলিমিটেড গরম ভাতের সুগন্ধে জলপাইগুড়ির বেলাকোবায় রীতিমতো যুদ্ধ চলছে প্রতিদিন।জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা স্টেশনে ঢুকতেই চোখে পড়বে গরম ধোঁয়া ওঠা খাসির মাংস ভাতের দোকান। Photo- Collected
advertisement
ভাতের থালা উপচে পড়ছে—আর তার দাম? মাত্র ৬০ টাকা! এই টাকায় শুধু মাংস ভাত নয়, সঙ্গে আবার মিলবে তরকারি, ডাল আর আনলিমিটেড ভাত। সকাল হতেই শুরু হয় খাওয়ার লাইন, বিকেল পর্যন্ত ভিড় লেগেই থাকে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ—রকমারি পদ আর নির্দিষ্ট টাকায় পেটভরে খাওয়ার নিশ্চয়তা। মাত্র ৬০ টাকায় খাসির মাংস ভাত! তবে এই দামে খাসির মাংস? আজকের দিনে অবিশ্বাস্য বললে কম বলা হয়।
advertisement
advertisement
কেউ পকেটের দিকে তাকিয়ে আছেন, কেউ বা আসেন শুধুই স্বাদের টানে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা খদ্দের—সবার মুখেই এক কথা, “এই দামে এমন খাবার আর কোথাও মেলে না! বেলাকোবার এই মাটির কাছাকাছি গন্ধ মাখা দোকানগুলো যেন শুধু খাওয়ায় না, গড়ে তুলেছে এক মানবিক বন্ধন—যেখানে স্বাদ, সাধ্য আর সেবা মিলেমিশে একাকার। আপনি যদি একবার যান, ভাতের সঙ্গে মনটাও ভরে উঠবে নিশ্চয়! Input- Surajit Dey









