Kharka Gaon-Travel: এই নম্বরে ফোন করলেই বুকিং কনফার্ম! কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা 'খড়কা গাঁও'

Last Updated:
Kharka Gaon-Travel: চারদিকে সবুজে সবুজ। এই গ্রাম থেকেই কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন! খুব কম মানুষ জানেন এই অফবিট পাহাড়ি গ্রামের কথা! থাকা, খাওয়া, কীভাবে যাবেন, সব জানুন! সস্তায় দারুণ জায়গা!
1/6
গরমের ছুটিতে কালিম্পং যাওয়ার প্ল্যান আছে যাদের তারা চলে যেতে পারেন খড়কা গাঁও। খড়কা গাঁও আপনাকে নিরাশ করবে না কোনওদিন। গরমের ছুটিতে ঘুরে আসুন খড়কা গাঁও, কালিম্পংয়ের সুন্দরী গ্রাম।
গরমের ছুটিতে কালিম্পং যাওয়ার প্ল্যান আছে যাদের তারা চলে যেতে পারেন খড়কা গাঁও। খড়কা গাঁও আপনাকে নিরাশ করবে না কোনওদিন। গরমের ছুটিতে ঘুরে আসুন খড়কা গাঁও, কালিম্পংয়ের সুন্দরী গ্রাম।
advertisement
2/6
চারদিকে সবুজে সবুজ। ভাগ্য ভাল থাকলে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে যেতে পারে। কালিম্পং এর এই গ্রামের নাম হয়ত খুব কম লোকই জানে ।এনজেপিতে নেমে গাড়ি ভাড়া করে চলে আসা যায় খড়কা গাঁও।
চারদিকে সবুজে সবুজ। ভাগ্য ভাল থাকলে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে যেতে পারে। কালিম্পং এর এই গ্রামের নাম হয়ত খুব কম লোকই জানে ।এনজেপিতে নেমে গাড়ি ভাড়া করে চলে আসা যায় খড়কা গাঁও।
advertisement
3/6
এনজিপি থেকে গাড়িতে খড়কা গাঁও সাড়ে তিন ঘণ্টা মতো সময় লাগে। আসার পথে মেলি বাজার এর কাছে একটু দাঁড়াতে পারেন। এখান থেকে নীল তিস্তার জল অপূর্ব লাগে সবসময়। রাস্তার পাশের দোকানে গাড়ি দাঁড় করিয়ে মোমো খেতে কিন্তু একদম ভুলবেন না।
এনজিপি থেকে গাড়িতে খড়কা গাঁও সাড়ে তিন ঘণ্টা মতো সময় লাগে। আসার পথে মেলি বাজার এর কাছে একটু দাঁড়াতে পারেন। এখান থেকে নীল তিস্তার জল অপূর্ব লাগে সবসময়। রাস্তার পাশের দোকানে গাড়ি দাঁড় করিয়ে মোমো খেতে কিন্তু একদম ভুলবেন না।
advertisement
4/6
খড়কা গাঁওতে একাধিক হোম স্টে রয়েছে। আগে থেকে বুক করে আসতে হবে । ইদানিং হোমস্টে থেকে গাড়ি পাঠানোর ব্যবস্থাও থাকে। সেটা আগে ফোন করে জেনে নেবেন। এতে খরচ কিছুটা কমে। গোল্ডেন পাইন হোমস্টে থাকার জন্য একটি দারুণ জায়গা হতে পারে। ফোন নম্বর - +91 81165 10731
খড়কা গাঁওতে একাধিক হোম স্টে রয়েছে। আগে থেকে বুক করে আসতে হবে । ইদানিং হোমস্টে থেকে গাড়ি পাঠানোর ব্যবস্থাও থাকে। সেটা আগে ফোন করে জেনে নেবেন। এতে খরচ কিছুটা কমে। গোল্ডেন পাইন হোমস্টে থাকার জন্য একটি দারুণ জায়গা হতে পারে। ফোন নম্বর - +91 81165 10731
advertisement
5/6
রাস্তার দুপাশে পাইন গাছের সারি। তার মাঝখান দিয়ে রাস্তা। কাছে পিঠে রয়েছে একাধিক ঝরনা। এখানে প্রচুর কমলালেবুরও চাষ হয় । পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য রয়েছে মানেদারা ভিউ পয়েন্ট।
রাস্তার দুপাশে পাইন গাছের সারি। তার মাঝখান দিয়ে রাস্তা। কাছে পিঠে রয়েছে একাধিক ঝরনা। এখানে প্রচুর কমলালেবুরও চাষ হয় । পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য রয়েছে মানেদারা ভিউ পয়েন্ট।
advertisement
6/6
হোম স্টে থেকে খানিকটা হেঁটে সেখানে যেতে পারেন। কাছেই পঞ্চমী ফলস। যারা ওয়াইন খেতে ভালবাসেন তারা একবার এখানকার লোকাল ওয়াইন টেস্ট করে দেখতে পারেন। অন্যরকম স্বাদ। খারাপ লাগবে না। এখান থেকে ডেলো , দূরপিন দারা,লাভা লোলেগাঁও রিশপ ঘুরে আসতে পারেন।
হোম স্টে থেকে খানিকটা হেঁটে সেখানে যেতে পারেন। কাছেই পঞ্চমী ফলস। যারা ওয়াইন খেতে ভালবাসেন তারা একবার এখানকার লোকাল ওয়াইন টেস্ট করে দেখতে পারেন। অন্যরকম স্বাদ। খারাপ লাগবে না। এখান থেকে ডেলো , দূরপিন দারা,লাভা লোলেগাঁও রিশপ ঘুরে আসতে পারেন।
advertisement
advertisement
advertisement