Ramadan 2023: ইফতারে সুস্বাদু খাবারে প্লেট সাজাতে চান? Kareem’s-এর নতুন মেন্যু জানলে জিভে জল আসবে
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
ইফতারের জিভে জল আনা মেন্যু নিয়ে হাজির হল Kareem’s।
advertisement
কলকাতায় করিমসের তিনটি আউটলেট। সল্টলেক, চিনারপার্ক ও পার্কস্ট্রিটের এই তিনটি আউটলেটের অন্দরসজ্জ্বা দেখলে তাক লেগে যাবে। রেস্তোরায় ঢুকলেই রং-বেরঙের কাঠের কারুকর্য ও সুন্দর ভাবে সাজানো বসার টেবিল দেখলেই মন ছুঁয়ে যাবে । সায়ন্তন সাহা, জয়দীপ সাহা ও রোহিত চৌধুরীর মিলিত প্রচেষ্টায় কলকাতায় খোলা হয় এই ৩ আউটলেট।
advertisement
advertisement
রমজানের সম্পর্কে সায়ন্তন সাহা, জয়দীপ সাহা এবং রোহিত চৌধুরী জানান, “রমজান সবচেয়ে পবিত্র একটি মাস। এই উৎসবের মাসে ইফতারে সুস্বাদু খাবার দিয়ে উদযাপন করা হয়। ভারতীয় এবং মুঘলাই রান্না মিলিয়ে মিশিয়ে ইফতারের জন্য এক সুস্বাদু ভোজের আয়োজন করেছে করিমস। আমরা আশা করছি ইফতারের জন্য এই বিশেষভাবে তৈরি করা মেনুটি উপভোগ করবেন ভোজনরসিকরা। ”
advertisement
advertisement
advertisement