Kalashatami Tithi Date and Timing 2023: রাত পোহালেই কালাষ্টমী তিথি! জানুন জীবনের বাধা বিঘ্ন দূর করতে কী করবেন, কী করবেন না

Last Updated:
Kalashatami Tithi Date and Timing 2023: প্রতি মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় কালাষ্টমী
1/9
প্রাচীন বিশ্বাস অনুযায়ী কালাষ্টমী অত্যন্ত পবিত্র তিথি। এই বিশেষ দিন বা তিথি নিবেদন করা হয় কাল ভৈরবের উদ্দেশে। বিশ্বাসীরা এই তিথিতে উপবাস ব্রত পালন করেন।
প্রাচীন বিশ্বাস অনুযায়ী কালাষ্টমী অত্যন্ত পবিত্র তিথি। এই বিশেষ দিন বা তিথি নিবেদন করা হয় কাল ভৈরবের উদ্দেশে। বিশ্বাসীরা এই তিথিতে উপবাস ব্রত পালন করেন।
advertisement
2/9
প্রতি মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় কালাষ্টমী। চলতি মাসে এই তিথি পড়েছে ৫ নভেম্বর।
প্রতি মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় কালাষ্টমী। চলতি মাসে এই তিথি পড়েছে ৫ নভেম্বর।
advertisement
3/9
কালাষ্টমী তিথি শুরু হবে শনিবার ও রবিবারের সন্ধিক্ষণে রাত ১২.৫৯ মিনিটে। এই তিথি থাকবে রবি ও সোমবারের সন্ধিক্ষণে রাত ৩.১৮ মিনিটে।
কালাষ্টমী তিথি শুরু হবে শনিবার ও রবিবারের সন্ধিক্ষণে রাত ১২.৫৯ মিনিটে। এই তিথি থাকবে রবি ও সোমবারের সন্ধিক্ষণে রাত ৩.১৮ মিনিটে।
advertisement
4/9
এই বিশেষ তিথিতে মহাদেব পূজিত হন ভৈরব রূপে। বিশেষ করে রবিবার এই তিথি পড়লে তার গুরুত্ব বেড়ে যায় অনেকটাই।
এই বিশেষ তিথিতে মহাদেব পূজিত হন ভৈরব রূপে। বিশেষ করে রবিবার এই তিথি পড়লে তার গুরুত্ব বেড়ে যায় অনেকটাই।
advertisement
5/9
প্রচলিত বিশ্বাস, কালাষ্টমী তিথি পালন করলে জীবনের বাধা বিঘ্ন সব দূর হয়। ভৈরবদেবের আশীর্বাদ পাওয়া যায়।
প্রচলিত বিশ্বাস, কালাষ্টমী তিথি পালন করলে জীবনের বাধা বিঘ্ন সব দূর হয়। ভৈরবদেবের আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
6/9
যাঁরা কালাষ্টমী তিথিতে ব্রত পালন করেন তাঁরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করেন।
যাঁরা কালাষ্টমী তিথিতে ব্রত পালন করেন তাঁরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করেন।
advertisement
7/9
কালভৈরবের মূর্তিতে মালা পরিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। অনেকে মন্দিরে যান পুজো নিেদন করতে। অনেক ব্রতী আবার বাড়িতেই পালন করেন এই তিথি।
কালভৈরবের মূর্তিতে মালা পরিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। অনেকে মন্দিরে যান পুজো নিেদন করতে। অনেক ব্রতী আবার বাড়িতেই পালন করেন এই তিথি।
advertisement
8/9
দিনভর ব্রত পালন করে সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা। গ্রহণ করা হয় সাত্তিক আহার। তামসিক খাবার এই তিথিতে গ্রহণ করা নিষিদ্ধ।
দিনভর ব্রত পালন করে সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা। গ্রহণ করা হয় সাত্তিক আহার। তামসিক খাবার এই তিথিতে গ্রহণ করা নিষিদ্ধ।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement