Weekend Trip: রাজকীয় পরিবেশে সপ্তাহান্তে ছুটি কাটাতে চান? রাজারানির মতো আয়েস করা যায় এমন ঠিকানা আছে কাছেই

Last Updated:
Weekend Trip: ঝাড়গ্রামের অরণ্য সৌন্দর্যের মাঝে অবস্থিত ঐতিহাসিক রাজবাড়ি এখন পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে রাত্রিবাস করে আপনি যেমন রাজকীয় অভিজ্ঞতা পাবেন, তেমনি সিনেমার শ্যুটিংয়ের স্থানও দেখতে পারবেন।
1/6
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। পুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসেন। তাই সরকারি বেসরকারি উদ্যোগে প্রচুর সংখ্যক হোটেল, লজ, হোম-স্টে তৈরি হয়েছে এই ঝাড়গ্রামে। তার পাশাপাশি ঝাড়গ্রাম রাজ পরিবারের উদ্যোগে রাজবাড়ির মধ্যেই রয়েছে 'দ্য প্যালেস ঝাড়গ্রাম' নামের রিসোর্ট।
পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। পুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসেন। তাই সরকারি বেসরকারি উদ্যোগে প্রচুর সংখ্যক হোটেল, লজ, হোম-স্টে তৈরি হয়েছে এই ঝাড়গ্রামে। তার পাশাপাশি ঝাড়গ্রাম রাজ পরিবারের উদ্যোগে রাজবাড়ির মধ্যেই রয়েছে 'দ্য প্যালেস ঝাড়গ্রাম' নামের রিসোর্ট।
advertisement
2/6
এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের ঐতিহ্য সবুজ শাল জঙ্গলের পাশাপাশি ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। অরণ্য সুন্দরী বেড়াতে আসা পর্যটকদের কাছে ঝাড়গ্রাম রাজবাড়ি একটি দর্শনীয় স্থান।
এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের ঐতিহ্য সবুজ শাল জঙ্গলের পাশাপাশি ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। অরণ্য সুন্দরী বেড়াতে আসা পর্যটকদের কাছে ঝাড়গ্রাম রাজবাড়ি একটি দর্শনীয় স্থান।
advertisement
3/6
ঝাড়গ্রাম শহরে রাজবাড়ির গৌরবময় ইতিহাস এবং দৃষ্টিনন্দন সোন্দর্য এখনও বিরাজমান। সর্বেশ্বর সিংহ এই রাজবংশের সূচক। রাজবাড়ি ঘুরে দেখার পাশাপাশি থাকার ব্যবস্থাও রয়েছে। বাগানে রয়েছে একাধিক ফল ও ফুলের গাছ। ‘সন্ন্যাসী রাজা’, ‘টিনটোরেটোর যিশু’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ সহ একাধিক ছবির শুটিং এখানে হয়েছে।
ঝাড়গ্রাম শহরে রাজবাড়ির গৌরবময় ইতিহাস এবং দৃষ্টিনন্দন সোন্দর্য এখনও বিরাজমান। সর্বেশ্বর সিংহ এই রাজবংশের সূচক। রাজবাড়ি ঘুরে দেখার পাশাপাশি থাকার ব্যবস্থাও রয়েছে। বাগানে রয়েছে একাধিক ফল ও ফুলের গাছ। ‘সন্ন্যাসী রাজা’, ‘টিনটোরেটোর যিশু’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ সহ একাধিক ছবির শুটিং এখানে হয়েছে।
advertisement
4/6
ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে রাজ পরিবারের কুলদেবতার মন্দির। রাধারমনজিউ মন্দির রয়েছে। পর্যটকরা ঝাড়গ্রাম রাজবাড়িতে রাত্রিযাপনের পাশাপাশি সকাল সকাল রাজ পরিবারের কুলোদেবতার মন্দিরে পুজো দিতে পারে।
ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে রাজ পরিবারের কুলদেবতার মন্দির। রাধারমনজিউ মন্দির রয়েছে। পর্যটকরা ঝাড়গ্রাম রাজবাড়িতে রাত্রিযাপনের পাশাপাশি সকাল সকাল রাজ পরিবারের কুলোদেবতার মন্দিরে পুজো দিতে পারে।
advertisement
5/6
জানা যায়, মাল রাজাদের হারিয়ে রাজা মান সিংহের বিশ্বস্ত কর্মকর্তা সর্বেশ্বর সিংহ চৌহান বর্তমান রাজবংশের প্রতিষ্ঠা করেন। সেই বংশেরই রাজা নরসিংহ মল্লদেব ১৯৩১ সালে পুরোনো রাজবাড়িকে ঘিরে এই নতুন রাজবাড়ি বানান। ৭০ বিঘা জমির উপর তিন গম্বুজ বিশিষ্ট এই রাজবাড়িতে ইউরোপীয় ও মোগল স্থাপত্যের ছাপ স্পষ্ট।
জানা যায়, মাল রাজাদের হারিয়ে রাজা মান সিংহের বিশ্বস্ত কর্মকর্তা সর্বেশ্বর সিংহ চৌহান বর্তমান রাজবংশের প্রতিষ্ঠা করেন। সেই বংশেরই রাজা নরসিংহ মল্লদেব ১৯৩১ সালে পুরোনো রাজবাড়িকে ঘিরে এই নতুন রাজবাড়ি বানান। ৭০ বিঘা জমির উপর তিন গম্বুজ বিশিষ্ট এই রাজবাড়িতে ইউরোপীয় ও মোগল স্থাপত্যের ছাপ স্পষ্ট।
advertisement
6/6
উত্তম কুমার থেকে শুরু করে এসেছেন, থেকেছেন অনেক নামী ব্যক্তিত্বও। দু’টি দিন রাজকীয় পরিবেশে থাকতে চাইলে গন্তব্য হিসাবে বেছে নিতে পারেন এই স্থান। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
উত্তম কুমার থেকে শুরু করে এসেছেন, থেকেছেন অনেক নামী ব্যক্তিত্বও। দু’টি দিন রাজকীয় পরিবেশে থাকতে চাইলে গন্তব্য হিসাবে বেছে নিতে পারেন এই স্থান। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement