Weekend Trip: ছবির চেয়েও সুন্দর সাজানো এই গ্রাম, সত্যজিৎ রায়-প্রাকৃতি মিলিমিশে একাকার, ঘুরে দেখুন সপ্তাহান্তে

Last Updated:
Weekend Trip: এই গ্রামে নান্দনিকতা মুগ্ধ করবে, জঙ্গলমহলের এই গ্রাম থেকে ঘুরে আসুন একবার।
1/6
*ধীরে ধীরে উন্নতি করছে জঙ্গলমহল ঝাড়গ্রাম। শহর থেকে অদূরেই রয়েছে এমন সুন্দর একটি দৃষ্টিনন্দন গ্রাম, যা আপনাকে মোহিত করবে।
*ধীরে ধীরে উন্নতি করছে জঙ্গলমহল ঝাড়গ্রাম। শহর থেকে অদূরেই রয়েছে এমন সুন্দর একটি দৃষ্টিনন্দন গ্রাম, যা আপনাকে মোহিত করবে।
advertisement
2/6
*জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম নান্দনিক গ্রাম খোয়াবগাঁ। এই গ্রামে বেশ কয়েকটি মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে।
*জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম নান্দনিক গ্রাম খোয়াবগাঁ। এই গ্রামে বেশ কয়েকটি মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে।
advertisement
3/6
*কোথাও রয়েছে সত্যজিৎ রায়, কোথাও রাধা-কৃষ্ণের ছবি আবার কোথাও গ্রামীন পরিস্থিতির ছবিও। মূলত গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষজন সাজিয়ে তুলেছে দেওয়াল।
*কোথাও রয়েছে সত্যজিৎ রায়, কোথাও রাধা-কৃষ্ণের ছবি আবার কোথাও গ্রামীন পরিস্থিতির ছবিও। মূলত গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষজন সাজিয়ে তুলেছে দেওয়াল।
advertisement
4/6
*এখানে এলে দেখতে পাবেন ফলের বীজ, কাঠ দিয়ে তাঁরা তৈরি করছেন নানা ঘর সাজানোর জিনিস, যাকে বলা হয় কাটুমকুটুম।
*এখানে এলে দেখতে পাবেন ফলের বীজ, কাঠ দিয়ে তাঁরা তৈরি করছেন নানা ঘর সাজানোর জিনিস, যাকে বলা হয় কাটুমকুটুম।
advertisement
5/6
*ঝাড়গ্রামের খোয়াবগাঁ এলাকার লোধা মানুষজন বিভিন্ন কাজের পাশাপাশি স্বনির্ভরতার লক্ষে নিজের হাতে বানাচ্ছেন কাটুমকুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর নানা উপকরণ।
*ঝাড়গ্রামের খোয়াবগাঁ এলাকার লোধা মানুষজন বিভিন্ন কাজের পাশাপাশি স্বনির্ভরতার লক্ষে নিজের হাতে বানাচ্ছেন কাটুমকুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর নানা উপকরণ।
advertisement
6/6
*ঘুরতে আসা পর্যটকরা কিনছেন এই জিনিস। নিজেদের পূর্বপুরুষদের পেশা বদলে স্বনির্ভর হচ্ছেন এই গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষ।
*ঘুরতে আসা পর্যটকরা কিনছেন এই জিনিস। নিজেদের পূর্বপুরুষদের পেশা বদলে স্বনির্ভর হচ্ছেন এই গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষ।
advertisement
advertisement
advertisement