JagannathDev SnanYatra 2023 : আসছে জগন্নাথদেবের স্নানযাত্রা, কবে সেই পুণ্যতিথি, স্নানপূর্ণিমা থাকবে কত ক্ষণ, জেনে নিন

Last Updated:
JagannathDev SnanYatra 2023 : আষাঢ়ে রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা
1/10
আষাঢ়ে রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা। এই তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন সিংহাসন থেকে স্থানান্তরিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
আষাঢ়ে রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা। এই তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন সিংহাসন থেকে স্থানান্তরিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
advertisement
2/10
তার পর তিন দেবদেবীকে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় স্নানবেদিতে। বাদ্যযন্ত্র এবং মন্ত্রোচ্চারণে মন্দ্রিত এই শোভাযাত্রাকে বলা হয় পহান্ডি। তার পর মন্ত্রপাঠ-সহ সব রীতি নীতি ও উপাচার পালন করে উদযাপিত হয় জগন্নাথ-বলরাম--সুভদ্রার স্নানযাত্রা।
তার পর তিন দেবদেবীকে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় স্নানবেদিতে। বাদ্যযন্ত্র এবং মন্ত্রোচ্চারণে মন্দ্রিত এই শোভাযাত্রাকে বলা হয় পহান্ডি। তার পর মন্ত্রপাঠ-সহ সব রীতি নীতি ও উপাচার পালন করে উদযাপিত হয় জগন্নাথ-বলরাম--সুভদ্রার স্নানযাত্রা।
advertisement
3/10
মোট ১০৮ কলসের জল এবং অন্যান্য উপাদানে স্নানাভিষেক করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। কথিত, গ্রীষ্মের তপ্ত আবহাওয়ায় এই স্নানযাত্রা খুবই গুরুত্বপূর্ণ।
মোট ১০৮ কলসের জল এবং অন্যান্য উপাদানে স্নানাভিষেক করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। কথিত, গ্রীষ্মের তপ্ত আবহাওয়ায় এই স্নানযাত্রা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
4/10
স্নানযাত্রার পর তিন দেবদেবীকে পরানো হয় সাদা বেশ। পরে তাঁদের বসন হয় হাতি বেশ। এই হাতি বেশ গণেশ বা গণপতিরই একটি রূপ। স্নানপূর্ণিমা উপলক্ষে নিবেদন করা হয় বিশেষ ভোগ।
স্নানযাত্রার পর তিন দেবদেবীকে পরানো হয় সাদা বেশ। পরে তাঁদের বসন হয় হাতি বেশ। এই হাতি বেশ গণেশ বা গণপতিরই একটি রূপ। স্নানপূর্ণিমা উপলক্ষে নিবেদন করা হয় বিশেষ ভোগ।
advertisement
5/10
বলা হয়, স্নানযাত্রার পর বিগ্রহের ঠান্ডা লাগে। তাই মন্দিরের অনসর কক্ষে তাঁদের রাখা হয়। সেখানে আয়ুর্বেদিক মতে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের সেবা ও শুশ্রূষা করেন রাজবৈদ্য।
বলা হয়, স্নানযাত্রার পর বিগ্রহের ঠান্ডা লাগে। তাই মন্দিরের অনসর কক্ষে তাঁদের রাখা হয়। সেখানে আয়ুর্বেদিক মতে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের সেবা ও শুশ্রূষা করেন রাজবৈদ্য।
advertisement
6/10
যত দিন তিন বিগ্রহ অনসর কক্ষে থাকেন, তত দিন পালিত হয় অনসর পর্ব। এই পক্ষকালে পুণ্যার্থীরা তাঁদের দর্শনলাভ করতে পারেন না।
যত দিন তিন বিগ্রহ অনসর কক্ষে থাকেন, তত দিন পালিত হয় অনসর পর্ব। এই পক্ষকালে পুণ্যার্থীরা তাঁদের দর্শনলাভ করতে পারেন না।
advertisement
7/10
এক পক্ষকাল অতিবাহিত হলে তিন বিগ্রহকে দেখতে পান অগণিত ভক্ত। এর পর চলে রথযাত্রার জন্য অপেক্ষা।
এক পক্ষকাল অতিবাহিত হলে তিন বিগ্রহকে দেখতে পান অগণিত ভক্ত। এর পর চলে রথযাত্রার জন্য অপেক্ষা।
advertisement
8/10
এ বছর জগন্নাথদেবের স্নানযাত্রা বা স্নানপূর্ণিমা পালিত হবে আগামী ৪ জুন, রবিবার। এই দিনটিকে বলা হয় দেবস্নানযাত্রাও।
এ বছর জগন্নাথদেবের স্নানযাত্রা বা স্নানপূর্ণিমা পালিত হবে আগামী ৪ জুন, রবিবার। এই দিনটিকে বলা হয় দেবস্নানযাত্রাও।
advertisement
9/10
পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার, ৩ জুন সকাল ১১.১৭ মিনিটে। পূর্ণিমা থাকবে ৪ জুন সকাল ৯.১১ মিনিট পর্যন্ত।
পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার, ৩ জুন সকাল ১১.১৭ মিনিটে। পূর্ণিমা থাকবে ৪ জুন সকাল ৯.১১ মিনিট পর্যন্ত।
advertisement
10/10
স্নানযাত্রার পর শুরু হবে আষাঢ়ের রথযাত্রার জন্য অপেক্ষা। এ বছর রথযাত্রা পড়েছে ২০ জুন, রবিবার।
স্নানযাত্রার পর শুরু হবে আষাঢ়ের রথযাত্রার জন্য অপেক্ষা। এ বছর রথযাত্রা পড়েছে ২০ জুন, রবিবার।
advertisement
advertisement
advertisement