Itu Puja Rules 2024: রাত পোহালেই ইতুপুজো! এই খাবার খেলেই সংসারে নেমে আসবে অভাবের কালো ছায়া! তছনছ জীবন! জানুন ব্রত করলে কী খাবেন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Itu Puja Rules 2024: একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যের আর এক নাম সবিতা এবং মিত্র৷ এই সবিতার বা মিত্র শব্দের অপভ্রংশ হল ইতু৷ আবার অন্য মতে ইতুপুজোয় আসলে উপাসন করা হয় ইন্দ্রের৷ লোকাচারে ইতুর আরাধ্য দেবতা থেকে দেবীও হয়েছেন কোথাও কোথাও। তাই অনেকে একে বলেন ইতুলক্ষ্মীর পুজো
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যাঁরা ইতুপুজোর ব্রতপালন করছেন, তাঁরা রবিবারে পুজোর দিন উপবাস ভঙ্গ করুন ফলপ্রসাদ খেয়ে। এ দিন আমিষ খাবার গ্রহণ করবেন না। নিরামিষ আহার গ্রহণ করুন। তেল, হলুদ ছাড়া খাবার খাবেন। দুপুরে খান সিদ্ধভাত। সারা দিনে এক বার অন্নগ্রহণ করতে পারেন। তবে রাতে ময়দার লুচি বা পরোটা খাওয়াই বাঞ্ছনীয়। মুড়ি খেলে শুকনো মুড়ি খান। কখনওই মেখে মুড়ি খাবেন না।
advertisement









