আধুনিক প্রজন্মের অভিব্যক্তির অধিকাংশই ভার্চুয়াল (virtual life)৷ গত দু’ বছরে ভার্চুয়াল শাসন বেড়েছে আরও কয়েক গুণ৷ ভার্চুয়াল দুনিয়ায় কি সত্যি বোঝা যায় পছন্দের নারীর মনের অনুভূতি (relationship)?
2/ 7
কথায় বলে, নারীর মন বুঝতে পারেন না দেবতাও৷ তাহলে মানুষ কী করে পারবেন? তাহলে ই-আলাপে কী করে পছন্দের নারীর মনের অতলের সন্ধান পাওয়া যাবে? ভরসা করা যেতে পারে কিছু লক্ষণের উপর৷
3/ 7
কোনও মহিলার সঙ্গে প্রথম আলাপের পর কি তিনিই প্রথম টেক্সট করেছেন আপনাকে? তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি আকৃষ্ট কিছুটা হলেও৷
4/ 7
প্রচলিত ধারা বলে, মেয়েরা টেক্সট মেসেজের উত্তর দিতে দেরি করেন৷ কিন্তু আপনার ক্ষেত্রে কি উল্টো ছবি ধরা পড়ল? সেক্ষেত্রে হয়তো সম্পর্ক গভীরতার দিকে এগোলে এগোতেও হতে পারে৷
5/ 7
তিনি কি আপনাকে তাঁর পছন্দের গান শোনার জন্য পাঠাচ্ছেন? তার মানে, নিজের মনে গহিন কোণে থাকা অনুভূতি তিনি আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছেন৷ হতে পারে, তিনি মনে করছেন আপনাকে তাঁর মনের অনুভূতি উজাড় করে দিতে তাঁর সমস্যা নেই৷
6/ 7
পরিচয়ের প্রথম পর্বেই কি তিনি আপনার ব্যক্তিগত জীবনে আগ্রহী? জানতে চান আপনার পরিবার ও জীবিকা নিয়ে? উল্টো দিকে তিনি নিজেও তাঁর ব্যক্তিগত জীবন মেলে ধরতে কুণ্ঠা বোধ করেন না? সে রকম হলে হয়তো আপনাকে বিশেষ নজরেই দেখছেন তিনি৷
7/ 7
তিনি কি বেশ মিষ্টি করে উত্তর দিচ্ছেন আপনার মেসেজের? নেটদুনিয়ার পরিভাষায় তাঁর আচরণ কি ‘সুপারকিউট’? তবে হলেও হতে পারে তিনি আপনকে বিশেষ মানুষ মনে করছেন এবং আপনার কাছেও প্রত্যাশা করছেন বিশেষ মনোযোগ৷