'টিকিট, প্লিজ...?' ট্রেনের 2AC কোচে বসে থাকা মহিলার দিকে হাত বাড়ালেন টিটি, উত্তরে মহিলা যা দেখালেন, ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!

Last Updated:
Indian Railways: ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করা এবং ভুল টিকিট নিয়ে ভ্রমণ করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এমন একটি ঘটনা ঘটে যায় যা দেখে চোখ কপালে উঠেছে সবার।
1/16
ভারতীয় রেল দেশের অন্যতম জনপ্রিয় গণ পরিবহন। প্রতিদিন বহু মানুষ এই রেলপথে স্বচ্ছন্দে নিজেদের গন্তব্যে পৌঁছে থাকেন। দ্রুত ও অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে ট্রেনের জুড়ি নেই।
ভারতীয় রেল দেশের অন্যতম জনপ্রিয় গণ পরিবহন। প্রতিদিন বহু মানুষ এই রেলপথে স্বচ্ছন্দে নিজেদের গন্তব্যে পৌঁছে থাকেন। দ্রুত ও অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে ট্রেনের জুড়ি নেই।
advertisement
2/16
কিন্তু এই রেল পরিষেবাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতেই রেলের তরফে নেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম বিধি। বিশেষ করে টিকিট সংক্রান্ত নিয়ম মানা ট্রেনে চড়ার অন্যতম শর্ত। কোন টিকিটে কী ভাবে আর কোন ট্রেনে চড়বেন তা জানা যাত্রীদের জন্য জরুরি।
কিন্তু এই রেল পরিষেবাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতেই রেলের তরফে নেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম বিধি। বিশেষ করে টিকিট সংক্রান্ত নিয়ম মানা ট্রেনে চড়ার অন্যতম শর্ত। কোন টিকিটে কী ভাবে আর কোন ট্রেনে চড়বেন তা জানা যাত্রীদের জন্য জরুরি।
advertisement
3/16
ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করা এবং ভুল টিকিট নিয়ে ভ্রমণ করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এমন একটি ঘটনা ঘটে যায় যা দেখে চোখ কপালে উঠেছে সবার।
ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করা এবং ভুল টিকিট নিয়ে ভ্রমণ করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এমন একটি ঘটনা ঘটে যায় যা দেখে চোখ কপালে উঠেছে সবার।
advertisement
4/16
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এখানে এক মহিলা ট্রেনের 2 এসি কামরার একটি কোচে সফর করছিলেন। যাত্রাকালীন নিয়ম মাফিক আসেন টিকিট পরীক্ষক। এসেই যথারীতি টিকিট দেখতে চান 'টিটিই'।
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এখানে এক মহিলা ট্রেনের 2 এসি কামরার একটি কোচে সফর করছিলেন। যাত্রাকালীন নিয়ম মাফিক আসেন টিকিট পরীক্ষক। এসেই যথারীতি টিকিট দেখতে চান 'টিটিই'।
advertisement
5/16
কিন্তু এখানেই গল্পে আসে টুইস্ট। বেশ ধোপদুরস্ত পোশাক পরা সেই মহিলা টিকিটের বদলে ব্যাগ থেকে এমন কিছু বের করে বসেন যা দেখে চোখ কপালে ওঠে টিকিট চেকারের। এসি টু টিয়ারের টিকিট না দেখিয়ে মহিলাটি MST পাস বের করে বসেন ব্যাগ থেকে। আশেপাশের লোকজনও অবাক হয়ে যান। AI Generated Representative Image 
কিন্তু এখানেই গল্পে আসে টুইস্ট। বেশ ধোপদুরস্ত পোশাক পরা সেই মহিলা টিকিটের বদলে ব্যাগ থেকে এমন কিছু বের করে বসেন যা দেখে চোখ কপালে ওঠে টিকিট চেকারের। এসি টু টিয়ারের টিকিট না দেখিয়ে মহিলাটি MST পাস বের করে বসেন ব্যাগ থেকে। আশেপাশের লোকজনও অবাক হয়ে যান। AI Generated Representative Image
advertisement
6/16
দেখা যায় মহিলাটি MST পাস নিয়েই ট্রেনের 2AC কোচে ভ্রমণ করছিলেন। কিন্তু এই পাস দেখে jei না টিটিই প্রতিবাদ করে নিতে অগ্রাহ্য হন অমনি ভুল স্বীকার না করে উল্টে তর্ক জুড়ে দেন ওই মহিলা। তিনিই ঠিক এটা প্রমাণ করতে উঠে পরে লাগেন তিনি। নিজেকে ন্যায্য প্রমাণ করতে শুরু করে দেন ঝগড়া।
দেখা যায় মহিলাটি MST পাস নিয়েই ট্রেনের 2AC কোচে ভ্রমণ করছিলেন। কিন্তু এই পাস দেখে jei না টিটিই প্রতিবাদ করে নিতে অগ্রাহ্য হন অমনি ভুল স্বীকার না করে উল্টে তর্ক জুড়ে দেন ওই মহিলা। তিনিই ঠিক এটা প্রমাণ করতে উঠে পরে লাগেন তিনি। নিজেকে ন্যায্য প্রমাণ করতে শুরু করে দেন ঝগড়া।
advertisement
7/16
এরপর, ট্রেনের ভেতরে প্রায় সাড়ে ৩ মিনিট ধরে যাত্রী এবং টিটিই-র মধ্যে টিকিটের বৈধতা এবং এমএসটি নিয়ে বিতর্ক চলতে থাকে। এই প্রসঙ্গে আপনিও জেনে রাখুন যে MST পাস কিন্তু শুধুমাত্র সাধারণ বগি, যাত্রীবাহী ট্রেন এবং MEMU ট্রেনের ক্ষেত্রেই বৈধ।
এরপর, ট্রেনের ভেতরে প্রায় সাড়ে ৩ মিনিট ধরে যাত্রী এবং টিটিই-র মধ্যে টিকিটের বৈধতা এবং এমএসটি নিয়ে বিতর্ক চলতে থাকে। এই প্রসঙ্গে আপনিও জেনে রাখুন যে MST পাস কিন্তু শুধুমাত্র সাধারণ বগি, যাত্রীবাহী ট্রেন এবং MEMU ট্রেনের ক্ষেত্রেই বৈধ।
advertisement
8/16
দূরপাল্লার সুপারফাস্ট ট্রেনের 1AC, 2AC এবং 3AC-তে MST পাস গ্রহণযোগ্য নয়। আপনি যদি এই পথে ভ্রমণ করেন, তাহলে টিটিই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও রাখেন।
দূরপাল্লার সুপারফাস্ট ট্রেনের 1AC, 2AC এবং 3AC-তে MST পাস গ্রহণযোগ্য নয়। আপনি যদি এই পথে ভ্রমণ করেন, তাহলে টিটিই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও রাখেন।
advertisement
9/16
এই ভিডিওতে, যখন মহিলাটি টিটিইকে বলেন যে আপনি বুঝতে পারেননি, তখন টিটিই palta অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে উত্তর দেন, 'হ্যাঁ, আমি কেন বুঝতে পারব?' এর পরে, মহিলাটি তার সঙ্গে আরও অবলীলায় সহজ ভাবে কথা বলতে শুরু করে দেন, যাতে কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়। AI Generated Representative Image 
এই ভিডিওতে, যখন মহিলাটি টিটিইকে বলেন যে আপনি বুঝতে পারেননি, তখন টিটিই palta অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে উত্তর দেন, 'হ্যাঁ, আমি কেন বুঝতে পারব?' এর পরে, মহিলাটি তার সঙ্গে আরও অবলীলায় সহজ ভাবে কথা বলতে শুরু করে দেন, যাতে কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়। AI Generated Representative Image
advertisement
10/16
তিনি মানতেই চান না তিনি অন্যায় করেছেন বা ভুল করেছেন। উল্টে তাঁর ফোনে টিটিইকে টিকিটটি দেখান এবং তাঁকে বলেন যে "এটি আমার টিকিট এবং অন্যান্য রেল কর্মীরাও বার বার আমাকে বলেছেন আপনি এটি নিশ্চিন্তে ব্যবহার করে ট্রেনের যে কোনও কোচে ভ্রমণ করতে পারেন। AI Generated Representative Image
তিনি মানতেই চান না তিনি অন্যায় করেছেন বা ভুল করেছেন। উল্টে তাঁর ফোনে টিটিইকে টিকিটটি দেখান এবং তাঁকে বলেন যে "এটি আমার টিকিট এবং অন্যান্য রেল কর্মীরাও বার বার আমাকে বলেছেন আপনি এটি নিশ্চিন্তে ব্যবহার করে ট্রেনের যে কোনও কোচে ভ্রমণ করতে পারেন। AI Generated Representative Image
advertisement
11/16
এমএসটি টিকিট দেখার পর, টিটিই মহিলাকে বলেন যে এমএসটি ধারকরা সেকেন্ড এসি বা এমএসটি কোচবিহীন ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। যার জবাবে মহিলা টিটিইকে বলেন যে তিনিও যাওয়ার সময় একই ট্রেনে এসেছিলেন এবং সেই সময় হায়দ্রাবাদ থেকে কোনও সমস্যাi হয়নি। AI Generated Representative Image
এমএসটি টিকিট দেখার পর, টিটিই মহিলাকে বলেন যে এমএসটি ধারকরা সেকেন্ড এসি বা এমএসটি কোচবিহীন ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। যার জবাবে মহিলা টিটিইকে বলেন যে তিনিও যাওয়ার সময় একই ট্রেনে এসেছিলেন এবং সেই সময় হায়দ্রাবাদ থেকে কোনও সমস্যাi হয়নি। AI Generated Representative Image
advertisement
12/16
এরপর টিটিই না পেরে তাঁর সিনিয়রকে ফোন করে বলেন যে তিনি পুনে থেকে নাগারকয়েল এক্সপ্রেস আনছেন। একজন মহিলা এমএসটি পাস নিয়ে সেকেন্ড এসিতে বসে আছেন এবং বলছেন যে এটি বৈধ। যার উত্তরে সিনিয়র বলেন যে এমএসটি পাস শুধুমাত্র এসি চেয়ার কার এবং জেনারেল বগিতে বৈধ। কোনও এসি কোচে নয়।
এরপর টিটিই না পেরে তাঁর সিনিয়রকে ফোন করে বলেন যে তিনি পুনে থেকে নাগারকয়েল এক্সপ্রেস আনছেন। একজন মহিলা এমএসটি পাস নিয়ে সেকেন্ড এসিতে বসে আছেন এবং বলছেন যে এটি বৈধ। যার উত্তরে সিনিয়র বলেন যে এমএসটি পাস শুধুমাত্র এসি চেয়ার কার এবং জেনারেল বগিতে বৈধ। কোনও এসি কোচে নয়।
advertisement
13/16
শেষমেশ মহিলাটি তাঁর প্রশ্নের উত্তর পেয়ে গেলেও সেখানেই রণে ভঙ্গ না দিয়ে টিটিই-কে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলতে বাধ্য করেন এবং প্রায় সাড়ে ৩ মিনিটের এই ভিডিওটি এর পরেই শেষ হয়।
শেষমেশ মহিলাটি তাঁর প্রশ্নের উত্তর পেয়ে গেলেও সেখানেই রণে ভঙ্গ না দিয়ে টিটিই-কে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলতে বাধ্য করেন এবং প্রায় সাড়ে ৩ মিনিটের এই ভিডিওটি এর পরেই শেষ হয়।
advertisement
14/16
এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় X-হ্যান্ডেলে শেয়ারের পর ২২ হাজারেরও বেশি ভিউ এবং ৩৫০ টিরও বেশি লাইক পেয়েছে। অন্যদিকে অনেকেই পোস্টটিতে মন্তব্যও করেছেন।
এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় X-হ্যান্ডেলে শেয়ারের পর ২২ হাজারেরও বেশি ভিউ এবং ৩৫০ টিরও বেশি লাইক পেয়েছে। অন্যদিকে অনেকেই পোস্টটিতে মন্তব্যও করেছেন।
advertisement
15/16
@gharkekalesh X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন - ভারতীয় রেলওয়েতে টিকিট সংক্রান্ত সমস্যা নিয়ে টিটিই এবং মহিলা যাত্রীর মধ্যে ঝগড়া।
@gharkekalesh X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন - ভারতীয় রেলওয়েতে টিকিট সংক্রান্ত সমস্যা নিয়ে টিটিই এবং মহিলা যাত্রীর মধ্যে ঝগড়া।
advertisement
advertisement
advertisement