রমজান মাস হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। এই সময়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা রোজা অর্থাত্ উপবাস রাখেন। একমাস-ব্যাপী উপবাস শেষ হয় চাঁদের দেখা পেলে। দীর্ঘ রমজান মাসের শেষে পালিত অনুষ্ঠানটি হল ইদ-উল-ফিতর। ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। ইদের দিনে সকালে উঠে সালাত-উল-ফজ্র (দৈনন্দিন নমাজ)-এর পর স্নান করে নতুন কাপড় পরেন সকলে। তার পর প্রাতঃরাশ সেরে বিশেষ নমাজ আদায়ের পালা। এদিন নানা ধরনের আকর্ষণীয় খাবার খাওয়া হয়