বিছানায় ঝড় তুলতে পারছেন না? স্মার্টফোনই শত্রু , বলছে গবেষণা

Last Updated:
ব্রিজহ্যাম ইউনিভাসির্টির গবেষণা চালিয়েছেন ১৪৩ জনের ওপর। তুলে এনেছেন অবিশ্বাস্য তথ্য আপনার। যৌনজীবন অকালে নষ্ট হওয়ার কারণ হিসেবে আপনার স্মার্টফোনটিকেই দায়ী করছেন তাঁরা। সমস্যাটা ঠিক কোথায়?
1/6
ব্রিজহ্যাম ইউনিভাসির্টির গবেষণা চালিয়েছেন ১৪৩ জনের ওপর। তুলে এনেছেন অবিশ্বাস্য তথ্য আপনার। যৌনজীবন অকালে নষ্ট হওয়ার কারণ হিসেবে আপনার স্মার্টফোনটিকেই দায়ী করছেন তাঁরা। সমস্যাটা ঠিক কোথায়?
ব্রিজহ্যাম ইউনিভাসির্টির গবেষণা চালিয়েছেন ১৪৩ জনের ওপর। তুলে এনেছেন অবিশ্বাস্য তথ্য আপনার। যৌনজীবন অকালে নষ্ট হওয়ার কারণ হিসেবে আপনার স্মার্টফোনটিকেই দায়ী করছেন তাঁরা। সমস্যাটা ঠিক কোথায়?
2/6
গবেষকরা বলছেন বিছানায় স্মার্টফোন এলে লিবিডো নামতে থাকে।
গবেষকরা বলছেন বিছানায় স্মার্টফোন এলে লিবিডো নামতে থাকে।
3/6
কারণ, সঙ্গী বা সঙ্গিনী মনে করেন উল্টোদিকের মানুষটি তাঁকে গুরুত্ব দিচ্ছে না।
কারণ, সঙ্গী বা সঙ্গিনী মনে করেন উল্টোদিকের মানুষটি তাঁকে গুরুত্ব দিচ্ছে না।
4/6
কটু একটু করে কমে আত্মবিশ্বাস। জন্ম নেয় ডিপ্রেশান। বেডরুমে নেমে আসে অকালশৈত্য।
কটু একটু করে কমে আত্মবিশ্বাস। জন্ম নেয় ডিপ্রেশান। বেডরুমে নেমে আসে অকালশৈত্য।
5/6
এই অসুখের একটি গালভারি নামও রয়েছে। গবেষক রা একে বলছেন টেকনোফেয়ারেন্স।
এই অসুখের একটি গালভারি নামও রয়েছে। গবেষক রা একে বলছেন টেকনোফেয়ারেন্স।
6/6
তবে এই রোগ থেকে নিস্কৃতি আপনার হাতেই। বেডরুমে টেকনোলজি ফ্রি জোন তৈরি করতে হবে। সঙ্গীর সব অভিযোগ শুনে তাঁকে প্রায়োরিটি দিতে হবে। বলছেন চিকিৎসকরা।
তবে এই রোগ থেকে নিস্কৃতি আপনার হাতেই। বেডরুমে টেকনোলজি ফ্রি জোন তৈরি করতে হবে। সঙ্গীর সব অভিযোগ শুনে তাঁকে প্রায়োরিটি দিতে হবে। বলছেন চিকিৎসকরা।