Summer Fruits: ডাবের জল নাকি কচি তালশাঁস? গরমে কোনটা বেশি উপকারী?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Summer Fruits: ডাবের জলের পুরোটাই তরল, অন্যদিকে তালশাঁসে কিছুটা শক্ত অংশ থাকে । গ্রীষ্মে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তালশাঁস ।
advertisement
তালশাঁস কে বলা হয় তালের কচি আঁটির শাঁস। রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা কান্দির জেমো রূপপুর-সহ বিভিন্ন এলাকায় রাস্তার ওপর তালশাঁস নিয়ে বিক্রি করছেন ব্যাবসায়ীরা। ১০ টাকায় তিনটি তালশাঁস বিক্রি করছেন। দিনের শেষে এক থেকে দেড় হাজার টাকা রোজগার করে বাড়ি ফিরছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
advertisement
সেইসঙ্গে খাবারে অরুচিভাব কাটিয়ে উঠতে সাহায্য করে। পাশাপাশি কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে থাকে, তাহলে তা দূর করতে কচি তালশাঁস অপরিহার্য বলে মনে করেন অনেকেই। তবে খাদ্যগুণের সঙ্গে সঙ্গে এর শরীর জুড়ানো স্বাদের কারণে কচি তালশাঁস কিনতে ভিড় করছেন পথ চলতি সাধারণ মানুষ।
advertisement