তালশাঁস কে বলা হয় তালের কচি আঁটির শাঁস। রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা কান্দির জেমো রূপপুর-সহ বিভিন্ন এলাকায় রাস্তার ওপর তালশাঁস নিয়ে বিক্রি করছেন ব্যাবসায়ীরা। ১০ টাকায় তিনটি তালশাঁস বিক্রি করছেন। দিনের শেষে এক থেকে দেড় হাজার টাকা রোজগার করে বাড়ি ফিরছেন তাঁরা।
সেইসঙ্গে খাবারে অরুচিভাব কাটিয়ে উঠতে সাহায্য করে। পাশাপাশি কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে থাকে, তাহলে তা দূর করতে কচি তালশাঁস অপরিহার্য বলে মনে করেন অনেকেই। তবে খাদ্যগুণের সঙ্গে সঙ্গে এর শরীর জুড়ানো স্বাদের কারণে কচি তালশাঁস কিনতে ভিড় করছেন পথ চলতি সাধারণ মানুষ।