Howrah News: গুমোট গরমে কচি তালশাঁসের শীতল স্বাদ, এই গ্রামের মানুষ বুদ্ধ পূর্ণিমায় সাক্ষী অভিনব রথযাত্রার

Last Updated:
Howrah News: বহিরা মহিশালি গ্রামের প্রায় দেড়শ বছর প্রাচীন বৈশাখী রথ! জমিদার বাড়ির প্রাচীন এই রথের আকর্ষণ ঘোড়া রেশ এবং তালশাস, মহিশালি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ এই রথের মেলার অপেক্ষায় থাকে সারা বছর
1/5
বহিরা মহিশালি গ্রামের প্রায় দেড়শ বছর প্রাচীন বৈশাখী রথ! জমিদার বাড়ির প্রাচীন এই রথের আকর্ষণ ঘোড়া রেশ এবং তালশাস। মহিশালি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ এই রথের মেলার অপেক্ষায় থাকে সারা বছর।
বহিরা মহিশালি গ্রামের প্রায় দেড়শ বছর প্রাচীন বৈশাখী রথ! জমিদার বাড়ির প্রাচীন এই রথের আকর্ষণ ঘোড়া রেশ এবং তালশাস। মহিশালি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ এই রথের মেলার অপেক্ষায় থাকে সারা বছর।
advertisement
2/5
প্রায় ১৫০ বছর আগে সুরেন্দ্রনাথ প্রামানিকের হাত ধরে বৈশাখের বুদ্ধ পূর্ণিমায় এই রথের সূচনা হয়। সেই থেকে নিয়ম মেনে, পূর্ণিমায় রথ এবং তার আট দিন পর উল্টো রথ অনুষ্ঠিত হয়।
প্রায় ১৫০ বছর আগে সুরেন্দ্রনাথ প্রামানিকের হাত ধরে বৈশাখের বুদ্ধ পূর্ণিমায় এই রথের সূচনা হয়। সেই থেকে নিয়ম মেনে, পূর্ণিমায় রথ এবং তার আট দিন পর উল্টো রথ অনুষ্ঠিত হয়।
advertisement
3/5
এই রথ উপলক্ষে আট দিনের মেলার আসর থাকে গ্রামে। প্রাচীন এই রথ একটা সময় পর্যন্ত ঘোড়ায় টানা হত। একই সঙ্গে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হতো রথে, যদিও ঘোড়া দৌড় আর অনুষ্ঠিত হয় না। মেলায় অন্যান্য জিনিসের আকর্ষণ বেড়েছে।
এই রথ উপলক্ষে আট দিনের মেলার আসর থাকে গ্রামে। প্রাচীন এই রথ একটা সময় পর্যন্ত ঘোড়ায় টানা হত। একই সঙ্গে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হতো রথে, যদিও ঘোড়া দৌড় আর অনুষ্ঠিত হয় না। মেলায় অন্যান্য জিনিসের আকর্ষণ বেড়েছে।
advertisement
4/5
বহিরা মহিশালি গ্রামের বৈশাখ মাসের রথ মানে তালশাস, মাটির খেলনা, জিলেপি পাপাড় সহ নানা জিনিসের পসরা। বহু মানুষ এই রথের মেলায় এসে হাজির হয় তালশাসের টানে। অনেকের কাছে এই মেলা তালশাসের মেলা।
বহিরা মহিশালি গ্রামের বৈশাখ মাসের রথ মানে তালশাস, মাটির খেলনা, জিলেপি পাপাড় সহ নানা জিনিসের পসরা। বহু মানুষ এই রথের মেলায় এসে হাজির হয় তালশাসের টানে। অনেকের কাছে এই মেলা তালশাসের মেলা।
advertisement
5/5
বহিরা, বড় আমশা, ছোট আমশা বিভিন্ন স্থান থেকে তালসার বিক্রেতারা এসে হাজির হয় মেলায়। জমিদার বাড়ির কুলদেবতা নারায়ণশীলা বিরাজ করে থাকে মহিশালি বৈশাখী রথে। এছাড়াও উলুবেড়িয়ার গৌরীপুরে বৈশাখী রথের আয়োজন হয়ে থাকে। এখানে প্রভু জগন্নাথ বিরাজ করেন রথে।
বহিরা, বড় আমশা, ছোট আমশা বিভিন্ন স্থান থেকে তালসার বিক্রেতারা এসে হাজির হয় মেলায়। জমিদার বাড়ির কুলদেবতা নারায়ণশীলা বিরাজ করে থাকে মহিশালি বৈশাখী রথে। এছাড়াও উলুবেড়িয়ার গৌরীপুরে বৈশাখী রথের আয়োজন হয়ে থাকে। এখানে প্রভু জগন্নাথ বিরাজ করেন রথে।
advertisement
advertisement
advertisement