Howrah News: ফুলে সাজানো বাগানে সুবিশাল বাংলো বাড়ি, ফুলেশ্বরের বসু বাংলোতে উপচে পড়া ভিড়

Last Updated:
ফুলেশ্বর স্টেশনের খুব কাছেই অবস্থিত এই বাংলো বাড়ি। এই বাংলো স্থানীয় বসু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। তবে সাধারণ মানুষও এখানে আসতে পারেন
1/7
ফুলেশ্বর বসু বাংলো! বিলাসবহুল বিশাল বাংলার সামনে যত্নে সাজানো একটি বাগান। বাগান জুড়ে দেশি-বিদেশি নানা গাছ, ফুটে রয়েছে রঙিন ফুল। জেলায় এমন দৃশ্য প্রায় বিরল।
ফুলেশ্বর বসু বাংলো! বিলাসবহুল বিশাল বাংলার সামনে যত্নে সাজানো একটি বাগান। বাগান জুড়ে দেশি-বিদেশি নানা গাছ, ফুটে রয়েছে রঙিন ফুল। জেলায় এমন দৃশ্য প্রায় বিরল
advertisement
2/7
ফুলেশ্বর বসু বাংলোর সৌন্দর্য বলে বোঝানো যায় না!শীতের সময় পর্যটকদের ঢল নামে।
ফুলেশ্বর বসু বাংলোর সৌন্দর্য বলে বোঝানো যায় না!শীতের সময় পর্যটকদের ঢল নামে।
advertisement
3/7
খোলা আকাশের নীচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশাল বাংলো বাড়ি। বাড়ির সামনে ফোয়ারা ও ছোট-বড় বিভিন্ন ফুল ও বাহারি গাছের সারি। গোটা বছরই নতুন নতুন গাছ দিয়ে সাজানো হচ্ছে বাগিচা।
খোলা আকাশের নীচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশাল বাংলো বাড়ি। বাড়ির সামনে ফোয়ারা ও ছোট-বড় বিভিন্ন ফুল ও বাহারি গাছের সারি। গোটা বছরই নতুন নতুন গাছ দিয়ে সাজানো হচ্ছে বাগিচা।
advertisement
4/7
ফুলেশ্বর স্টেশনের খুব কাছেই অবস্থিত এই বাংলো বাড়ি। এই বাংলো স্থানীয় বসু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। তবে সাধারণ মানুষও এখানে আসতে পারেন।
ফুলেশ্বর স্টেশনের খুব কাছেই অবস্থিত এই বাংলো বাড়ি। এই বাংলো স্থানীয় বসু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। তবে সাধারণ মানুষও এখানে আসতে পারেন।
advertisement
5/7
আসলে এই বাগান স্মৃতি সৌধের মতো। স্ত্রী'র স্বপ্ন ছিল স্বপ্নের মতো সাজানো একটি বাড়ি, বাড়ির সামনে ফুলের বাগান,বাগানে ফুটে থাকবে রঙিন ফুল,সেখানে পাখিদের গুঞ্জনে মন ভরে উঠবে।
আসলে এই বাগান স্মৃতি সৌধের মতো। স্ত্রী'র স্বপ্ন ছিল স্বপ্নের মতো সাজানো একটি বাড়ি, বাড়ির সামনে ফুলের বাগান,বাগানে ফুটে থাকবে রঙিন ফুল,সেখানে পাখিদের গুঞ্জনে মন ভরে উঠবে।
advertisement
6/7
পরিবার সদস্যের স্মৃতির উদ্দেশ্যে বাংলো বাড়ি, সাজানো বাগান। রয়েছে ফোয়ারা,বিভিন্ন মডেল। এই শখের বাগানের মধ্যেই তৈরি করা হয়েছে দুর্গাবাবুর স্ত্রী শেফালী বসুর একটি পূর্ণ মূর্তি।
পরিবার সদস্যের স্মৃতির উদ্দেশ্যে বাংলো বাড়ি, সাজানো বাগান। রয়েছে ফোয়ারা,বিভিন্ন মডেল। এই শখের বাগানের মধ্যেই তৈরি করা হয়েছে দুর্গা বসুর স্ত্রী শেফালী বসুর একটি পূর্ণ মূর্তি।
advertisement
7/7
 দুর্গা বসু জানান, শৈশব থেকেই গাছ তৈরির প্রতি নেশা ছিল। ভাই উমাপ্রসাদ বসু এবং দুর্গা বসু গাছ তৈরি করে বিভিন্ন প্রতিযোগিতায় যোগদান করতেন। তাঁদের বাবার কাছ থেকেই গাছ তৈরির নেশা জন্মায়। এর পর স্ত্রী শেফালী বসুর স্বপ্ন পূরণ করতেই এই বাংলো বানানো, বাগান তৈরি করা। ছেলে ডাক্তার। তাঁরও গাছের প্রতি ভালবাসা রয়েছে। পরিবারের সকলের মধ্যে গাছ ও বাগান তৈরির প্রতি আগ্রহ রয়েছে। দুর্গা বসু জানান, ভাইপো সোমনাথ বসু এবং ভাই উমাপ্রসাদ বসু গাছ পরিচর্যা করেন।
দুর্গা বসু জানান, শৈশব থেকেই গাছ তৈরির প্রতি নেশা ছিল। ভাই উমাপ্রসাদ বসু এবং দুর্গা বসু গাছ তৈরি করে বিভিন্ন প্রতিযোগিতায় যোগদান করতেন। তাঁদের বাবার কাছ থেকেই গাছ তৈরির নেশা জন্মায়। এর পর স্ত্রী শেফালী বসুর স্বপ্ন পূরণ করতেই এই বাংলো বানানো, বাগান তৈরি করা। ছেলে ডাক্তার। তাঁরও গাছের প্রতি ভালবাসা রয়েছে। পরিবারের সকলের মধ্যে গাছ ও বাগান তৈরির প্রতি আগ্রহ রয়েছে। দুর্গা বসু জানান, ভাইপো সোমনাথ বসু এবং ভাই উমাপ্রসাদ বসু গাছ পরিচর্যা করেন।
advertisement
advertisement
advertisement