Howrah News: ফুলে সাজানো বাগানে সুবিশাল বাংলো বাড়ি, ফুলেশ্বরের বসু বাংলোতে উপচে পড়া ভিড়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ফুলেশ্বর স্টেশনের খুব কাছেই অবস্থিত এই বাংলো বাড়ি। এই বাংলো স্থানীয় বসু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। তবে সাধারণ মানুষও এখানে আসতে পারেন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দুর্গা বসু জানান, শৈশব থেকেই গাছ তৈরির প্রতি নেশা ছিল। ভাই উমাপ্রসাদ বসু এবং দুর্গা বসু গাছ তৈরি করে বিভিন্ন প্রতিযোগিতায় যোগদান করতেন। তাঁদের বাবার কাছ থেকেই গাছ তৈরির নেশা জন্মায়। এর পর স্ত্রী শেফালী বসুর স্বপ্ন পূরণ করতেই এই বাংলো বানানো, বাগান তৈরি করা। ছেলে ডাক্তার। তাঁরও গাছের প্রতি ভালবাসা রয়েছে। পরিবারের সকলের মধ্যে গাছ ও বাগান তৈরির প্রতি আগ্রহ রয়েছে। দুর্গা বসু জানান, ভাইপো সোমনাথ বসু এবং ভাই উমাপ্রসাদ বসু গাছ পরিচর্যা করেন।









