How to Wash Blanket: সহজেই বাড়িতে কেচে নেওয়া যাবে ভারী লেপ-কম্বল! খাটনি নেই, ৩ কায়দা জানলেই ম্যাজিক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
How to Wash Blanket: শীতকালে লেপ-কম্বল প্রত্যেক বাড়িতেই অপরিহার্য। কিন্তু এগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গিয়ে অনেক সময়ই বেগ পেতে হয়। বাড়িতে খুব সহজেই কেচে নেওয়া যেতে পারে লেপ-কম্বল। কী ভাবে জেনে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
ভারী লেপ-কম্বল অনেক সময়ই হাত দিয়ে কাচা সম্ভব হয় না। সে ক্ষেত্রে যে গামলায় সেগুলি কাচা হচ্ছে, সেখানেই দাঁড়িয়ে পা দিয়ে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। এরপর লেপ বা কম্বলটিকে তিন বা চারবার ধুয়ে কিছুক্ষণের জন্য বাথরুমের কোনও টুলে রেখে দিন। তার পর সেটিকে রোদে শুকিয়ে নিতে হবে। লেপ-কম্বলগুলি ধোয়ার ক্ষেত্রে গরম জল বা কড়া কোনও ডিটারজেন্ট ব্যবহার না করাই ভাল।