How to treat heart attack immediately: হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন? হাসপাতালে ছোটার আগে দেখে নিন প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞের পরামর্শ জানা জরুরি!

Last Updated:
How to treat heart attack immediately: ঠান্ডা মাথায় রোগীকে যতটা ফার্স্ট এড দিতে পারবেন ঝুঁকি তত কমবে। এই সময় ঘাবড়ে গিয়ে দেরি করে ফেললে কিন্তু বিপদ আরও বাড়বে। জেনে নিন কী করবেন জরুরি সময়ে।
1/7
কাছের মানুষের হঠাত্ হার্ট অ্যাটাক হলে কী করবেন? এরকম সময় মাথা খারাপ হয়ে যায়। অথচ এই সময়ই মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি প্রয়োজন।
কাছের মানুষের হঠাত্ হার্ট অ্যাটাক হলে কী করবেন? এরকম সময় মাথা খারাপ হয়ে যায়। অথচ এই সময়ই মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি প্রয়োজন।
advertisement
2/7
ঠান্ডা মাথায় রোগীকে যতটা ফার্স্ট এড দিতে পারবেন ঝুঁকি তত কমবে। এই সময় ঘাবড়ে গিয়ে দেরি করে ফেললে কিন্তু বিপদ আরও বাড়বে। জেনে নিন কী করবেন জরুরি সময়ে।
ঠান্ডা মাথায় রোগীকে যতটা ফার্স্ট এড দিতে পারবেন ঝুঁকি তত কমবে। এই সময় ঘাবড়ে গিয়ে দেরি করে ফেললে কিন্তু বিপদ আরও বাড়বে। জেনে নিন কী করবেন জরুরি সময়ে।
advertisement
3/7
প্রাথমিক কিছু হার্ট অ্যাটাকের লক্ষণ বুকে ক্রমাগত ব্যথা, ছড়িয়ে পড়তে পারে চোয়াল, কাঁধ, দাঁত, গলা, হাতে বা হঠাত্ পালস রেট খুব বেড়ে যাওয়া বা একেবারে কমে যাওয়া।
প্রাথমিক কিছু হার্ট অ্যাটাকের লক্ষণ বুকে ক্রমাগত ব্যথা, ছড়িয়ে পড়তে পারে চোয়াল, কাঁধ, দাঁত, গলা, হাতে বা হঠাত্ পালস রেট খুব বেড়ে যাওয়া বা একেবারে কমে যাওয়া।
advertisement
4/7
তাছাড়া সঙ্গে অতিরিক্ত ঘাম, বুকে মাঝখানে অস্বস্তিকর চাপ অনুভব করা, ভারী ভারী ভাব। তাছাড়া, শ্বাস ছোট হয়ে আসা, মাথা ঘোরা, জ্ঞান হারানো, বমি বমি ভাব।
তাছাড়া সঙ্গে অতিরিক্ত ঘাম, বুকে মাঝখানে অস্বস্তিকর চাপ অনুভব করা, ভারী ভারী ভাব। তাছাড়া, শ্বাস ছোট হয়ে আসা, মাথা ঘোরা, জ্ঞান হারানো, বমি বমি ভাব।
advertisement
5/7
এরকম অবস্থায় অবিলম্বে অ্যাম্বুলেন্স কল করুন বা ডাক্তারকে ফোন করুন। বাড়িতে নিজের গাড়ি থাকলে নিজেরাও নিয়ে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকে।
এরকম অবস্থায় অবিলম্বে অ্যাম্বুলেন্স কল করুন বা ডাক্তারকে ফোন করুন। বাড়িতে নিজের গাড়ি থাকলে নিজেরাও নিয়ে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকে।
advertisement
6/7
সম্প্রতি, সোশ‍্যাল মিডিয়াতে একটি পডকাস্ট লাইফ সার্পোট ডা: জ‍্যোতিপ্রকাশ মিত্র বলেন, ‘প্রথমেই যদি রোগীর জ্ঞান থাকে তাহলে তাঁকে ৩০০ গ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে বলতে হবে। তাঁকে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে। ঘাড়, মাথা কাঁধ হেলান দিয়ে হাঁটু আকাশের দিকে করে বসিয়ে রাখতে হবে। ’
সম্প্রতি, সোশ‍্যাল মিডিয়ার একটি পডকাস্ট লাইফ সার্পোট ডা: জ‍্যোতিপ্রকাশ মিত্র বলেন, ‘প্রথমেই যদি রোগীর জ্ঞান থাকে তাহলে তাঁকে ৩০০ গ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে বলতে হবে। তাঁকে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে। ঘাড়, মাথা কাঁধ হেলান দিয়ে হাঁটু আকাশের দিকে করে বসিয়ে রাখতে হবে। ’
advertisement
7/7
তিনি আরও বলেন, ‘যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাঁকে বেসিক লাইফ সার্পোট সিপিআর দিতে হবে। ৩০ বার বুকের উপর চাপ দেব এবং ২ বার মাউথ টু মাউথ দিতে হবে। এটিকে বলে রেসকিউ ব্রিথিং।’ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) তথ‍্য সংগ্রহ: হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
তিনি আরও বলেন, ‘যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাঁকে বেসিক লাইফ সার্পোট সিপিআর দিতে হবে। ৩০ বার বুকের উপর চাপ দেব এবং ২ বার মাউথ টু মাউথ দিতে হবে। এটিকে বলে রেসকিউ ব্রিথিং।’ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) <strong></strong>
advertisement
advertisement
advertisement