Durga Puja 2024 Sindoor khela: দশমীতে সিঁদুর খেলার পর করুন এই ছোট্ট কাজ...! কোনও ক্ষতি হবে না ত্বকের! ঝলমল করবে মুখ

Last Updated:
Durga Puja 2024 Sindoor khela:রাত পোহালেই দশমী। আর দশমী মানেই সিঁদুর খেলা নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। তবে বাজারচলতি সিঁদুর গালে ছোঁয়ানোর পর ত্বকে কিন্তু নানা সমস্যা দেখা যেতে পারে।
1/5
দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক পদার্থ মিশে থাকে। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে। এ নিয়ে জানালেন স্কিন স্পেশালিস্ট শুভব্রত রায়।
দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক পদার্থ মিশে থাকে। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে। এ নিয়ে জানালেন স্কিন স্পেশালিস্ট শুভব্রত রায়।
advertisement
2/5
বাড়ি ফিরে আগে মাথা, মুখ এবং শরীরের যে যে অংশে সিঁদুর লেগেছে, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিন। প্রথমে জল দেবেন না তাহলে সিঁদুর ত্বকের সঙ্গে বসে যাবে।
বাড়ি ফিরে আগে মাথা, মুখ এবং শরীরের যে যে অংশে সিঁদুর লেগেছে, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিন। প্রথমে জল দেবেন না তাহলে সিঁদুর ত্বকের সঙ্গে বসে যাবে।
advertisement
3/5
সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। তবে সব সময় তা হয় না। সে ক্ষেত্রে বাড়িতে ফিরেই প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। তার পর ফেসওয়াশ ব্যবহার করুন।
সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। তবে সব সময় তা হয় না। সে ক্ষেত্রে বাড়িতে ফিরেই প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। তার পর ফেসওয়াশ ব্যবহার করুন।
advertisement
4/5
মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। তবে একই তুলো বার বার ব্যবহার করবেন না। সিঁদুর তুলতে ব্যবহার করুন বেশ কয়েকটি কটন প্যাড।
মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। তবে একই তুলো বার বার ব্যবহার করবেন না। সিঁদুর তুলতে ব্যবহার করুন বেশ কয়েকটি কটন প্যাড।
advertisement
5/5
মুখ ভাল করে পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। সিঁদুর খেলার ফলে ত্বকের আর্দ্রতা একেবারে তলানিতে ঠেকে। তাই ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করলে ফল ভুগতে হতে পারে।
মুখ ভাল করে পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। সিঁদুর খেলার ফলে ত্বকের আর্দ্রতা একেবারে তলানিতে ঠেকে। তাই ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করলে ফল ভুগতে হতে পারে।
advertisement
advertisement
advertisement