নরম ঠোঁটের ছোঁয়ার হাতছানি! শুধুই ঠোঁটে ছুঁয়ে দিতে হবে গোলাপের পাপড়ি সঙ্গে....., তারপর ম্যাজিক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এ থেকে মুক্তি পেতে বাজার থেকে নামি ক্রিম কিনে অনেকেই ঠোঁটে লাগান। কিন্তু কাজের কাজ কিছু হয় না। তার ওপর এসব পণ্যে নানা রাসয়নিক থাকে। ফলে সমস্যা আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে ঘরে তৈরি লিপ বাম একেবারে আদর্শ। বাড়ির তৈরি লিপ বাম একেবারে অব্যর্থ!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লিপ বাম তৈরির পদ্ধতি: প্রথমে গোলাপ ফুলের পাপড়ি মিক্সিতে ভাল করে পিষে নিতে হবে। একবারে যেন গুঁড়ো হয়ে যায়। এবার সেটা একটা পাত্রে ঢেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার সেই পেস্টটা একটা ছোট বাক্সে নিয়ে ফ্রিজে ৫ থেকে ৬ ঘণ্টা রাখতে হবে। এতে পেস্টটা শক্ত হয়ে যাবে। ব্যস, ঘরে তৈরি লিপ বাম প্রস্তুত।
advertisement
advertisement