Skincare Tips: স্ট্রেচ মার্কের সমস্যায় জেরবার? রান্নাঘরেই রয়েছে এর সমাধান, রইল চার ম্যাজিক টিপস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অনেক সময় লেজ়ারের মাধ্যমে স্ট্রেচ মার্ক দূর করা সম্ভব৷ কিন্তু সমস্যা হল, সেই লেজ়ার চিকিৎসা যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই স্বাস্থ্যেরও তা ক্ষতি করে৷ তবে রান্নাঘরে বেশ কিছু উপকরণ দিয়ে এই সমস্যার সমাধানও সম্ভব৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড থাকে৷ যা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে৷ প্রথমে ডিমের সাদা অংশকে ভালভাবে ফেটান৷ তাতে যে ফেনা তৈরি হবে, তা স্ট্রেচমার্কের উপর লাগিয়ে রাখুন৷ এবার শুকিয়ে গেলে সাবধানে তুলে ফেলুন৷ শেষে তেল বা ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন৷ তফাৎ বুঝতেই পারবেন৷
advertisement